ইসরোর স্যাটেলাইটে ধরা পড়লো রাম মন্দিরের ছবি! অযোধ্যার অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হবেন আপনিও

Published On:

বাংলাহান্ট ডেস্ক : এবার রাম মন্দির দর্শন মহাকাশ থেকে। স্বদেশী স্যাটেলাইট বন্দি করল রাম মন্দিরের ছবি। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর পক্ষ থেকে অবিস্মরণীয় উপহার দেওয়া হল রাম ভক্তদের। ইসরোর উপগ্রহের তোলা ছবিগুলো প্রকাশ্যে আনা হয়েছে গত শনিবার। স্যাটেলাইটের ক্যামেরায় বন্দি হয়েছে ২.৭ একর রামমন্দিরের গোটা অংশ। 

অত্যন্ত স্পষ্ট ভাবে ছবিতে দেখা যাচ্ছে দশরথ মহল ও সরযূ নদী। নবমির্মিত অযোধ্যা রেল স্টেশনের ছবিও ধরা পড়েছে ক্যামেরায়। মহাকাশ গবেষণা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, গত ১৬ ডিসেম্বর এই ছবিগুলি তুলেছে ইসরোর উপগ্রহ। তারপর কুয়াশার জন্য স্পষ্ট ছবি তোলা আর সম্ভব হয়নি। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি ২০১৪ সালে ক্ষমতায় আসার পর ডাক দিয়েছিলেন আত্মনির্ভর ভারতের।

আরোও পড়ুন : আমজনতার ফের সোনায় সোহাগা! এবার বাংলায় ছুটবে তেজস এক্সপ্রেস, প্রকাশ্যে এল নয়া রুট

প্রতিরক্ষা, মহাকাশ গবেষণা থেকে শুরু করে খাদ্য নিরাপত্তা, সব ক্ষেত্রেই প্রধানমন্ত্রী মেক ইন ইন্ডিয়ার ডাক দেন। মহাকাশ গবেষণা সংস্থা ইসরো রাম মন্দির উদ্বোধনের আগে ঘুরিয়ে যেন সেই বার্তাই একবার দিতে চাইল সবাইকে। সম্পুর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ইন্ডিয়ান রিমোট সেন্সিং সিরিজের স্যাটেলাইট দিয়ে তোলা হয়েছে রাম মন্দিরে এই ছবিগুলি।

ram 3

বর্তমানে মহাকাশে ভারতের প্রায় ৫০ টি উপগ্রহ অবস্থান করছে। এই উপগ্রহগুলির অনেকগুলি আবার নিখুঁতভাবে তুলতে পারে এক মিটারেও কম জায়গার ছবি। রাম মন্দির নির্মাণের সময় সাহায্য নেওয়া হয়েছিল ইসরো কর্তৃপক্ষেরও। রাম মন্দিরে দেখা মিলেছে মডার্ন ইঞ্জিনিয়ারিং বা আধুনিক স্থাপত্যকলার। কম্পিউটার মডেলে ব্যবহার করা হয়েছে ইসরোর স্যাটেলাইটে তোলা ছবিগুলি।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X