ফের সবাইকে চমকে দিল ISRO! লাদাখে হল অদ্ভুত কারনামা, জানলে হয়ে যাবেন “থ”

বাংলা হান্ট ডেস্ক: ফের বড়সড় চমক দেখাল ISRO (Indian Space Research Organisation)। যেটি সম্পর্কে জানার পর অবাক হবেন প্রত্যেকেই। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার পৃথিবীতেই খোদ মহাকাশের মতো একটি মিশন শুরু হয়েছে। এর উদ্দেশ্য হল চাঁদে পাঠানোর আগে মানুষকে প্রস্তুত করা। ISRO জানিয়েছে যে, দেশের প্রথম “অ্যানালগ” মহাকাশ মিশন লাদাখের লেহ থেকে রওনা হয়েছে। এর জন্য বেছে নেওয়া ওই জায়গার ভৌত অবস্থা অনেকটা মহাকাশের মতোই।

সবাইকে চমকে দিল ISRO:

কারণ, সেখানকার জলবায়ু শুষ্ক ও ঠান্ডা। এর পাশাপাশি সেখানে অনুর্বর ভূমি থেকে শুরু করে উচ্চ উচ্চতার এলাকা এবং চরম বিচ্ছিন্ন এলাকা রয়েছে। যা মঙ্গল এবং চাঁদের ল্যান্ডস্কেপের মতো বলে মনে করা হয়। এটি গ্রহ অনুসন্ধানের লক্ষ্যে বৈজ্ঞানিক মিশনের জন্য একটি আদর্শ প্রশিক্ষণ স্থল হিসেবে বিবেচিত হচ্ছে।

ISRO জানিয়েছে যে, “হিউম্যান স্পেস ফ্লাইট সেন্টার, ISRO, AAKA স্পেস স্টুডিও, লাদাখ ইউনিভার্সিটি, IIT বোম্বে এবং লাদাখ অটোনমাস হিল ডেভেলপমেন্ট কাউন্সিলের সহযোগিতায় এই মিশনটি একটি আন্তঃগ্রহের আবাসস্থল হিসেবে কাজ করবে। যেটি পৃথিবীর বাইরে একটি বেস স্টেশনের চ্যালেঞ্জ মোকাবিলা করবে।”

ISRO surprised everyone again.

ISRO টিম লাদাখের কঠোর আবহাওয়ার সাথে মানবদেহ কীভাবে খাপ খায় তাও অধ্যয়ন করছে, যা মহাকাশচারীরা কীভাবে মহাকাশের মতো অবস্থার সাথে খাপ খাইয়ে নিতে পারে তা বোঝার জন্য অত্যন্ত প্রয়োজনীয় হতে পারে।

আরও পড়ুন: ভারতীয় দলের বিরুদ্ধে বল বিকৃতির অভিযোগ! ফের বিতর্কের সম্মুখীন ঈশান কিষাণ

এই মিশনটি অক্টোবরের মাঝামাঝি থেকে শুরু হয়েছিল যেটি ভারতের একটি চন্দ্র আবাসস্থল স্থাপনের পরিকল্পনার পরিপ্রেক্ষিতে এসেছে। এমতাবস্থায়, অনুমান করা হচ্ছে যে এটি আন্তঃগ্রহ মিশন চালু করার জন্য একটি ভিত্তি প্রদান করতে পারে। মিশনটিতে রয়েছে হ্যাব-১ নামক একটি কম্প্যাক্ট এবং স্ফীত আবাসস্থল। যা একটি হাইড্রোপনিক্স ফার্ম, রান্নাঘর এবং স্যানিটেশন সুবিধার মতো প্রয়োজনীয় জিনিস দিয়ে সজ্জিত।

আরও পড়ুন: বড় খবর! এবার IPL থেকে বাদ পড়লেন এই কিংবদন্তি খেলোয়াড়, থাকবেন না নিলামেও, সামনে এল কারণ

সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এটি একটি স্বয়ংসম্পূর্ণ পরিবেশ প্রদান করে। যা মূল্যবান তথ্য প্রদান করে। প্রসঙ্গত উল্লেখ্য যে, ভারত চাঁদ, মঙ্গল এবং তার বাইরে দীর্ঘমেয়াদী মহাকাশ অভিযানের পরিকল্পনা করছে বলেও জানা গিয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর