আর কোনো টপলেস বোল্ড অবতার না, ছোট্টবেলার মিষ্টি ছবি শেয়ার করে তাক লাগিয়ে দিলেন জ‍্যাকলিন

Published On:

বাংলাহান্ট ডেস্ক: জ্যাকলিন ফার্নান্ডেজ (jacqueline fernandez) বলিউডে (Bollywood) পা দিয়েছেন বেশ অনেক দিনই হল। কিন্তু তেমন বেশি কোনও ছবিতে কাজ করেননি তিনি। তবে যে ছবিগুলোতে করেছেন সবগুলোই বেশ জনপ্রিয়তা পেয়েছে সিনেপ্রেমীদের মধ্যে। ‘আলাদিন’ ছবির হাত ধরে অভিনয় জগতে প্রবেশ করেন তিনি।

তেমন একটা জনপ্রিয়তা না পেলেও জ্যাকলিনের কেরিয়ার এরপরেই শুরু হয়। ইমরান হাশমির বিপরীতে বড়সড় ব্রেক পান তিনি। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয়তা রয়েছে জ্যাকলিনের। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে মাঝে মাঝেই নানা ছবি ভিডিও শেয়ার করেন তিনি।


এবার ফের একটি ছবি শেয়ার করে নেটদুনিয়ায় শোরগোল ফেলে দিয়েছেন জ‍্যাকলিন। নিজের ছোট্ট বেলার ছবি শেয়ার করেছেন তিনি। সম্ভবত নিজের কোনো আই কার্ডের থেকে এই ছবি শেয়ার করেছেন জ‍্যাকলিন। ক‍্যাপশনে তিনি লিখেছেন, ‘এটা উইকেন্ড’। মুহূর্তের মধ‍্যে ভাইরাল হয়ে গিয়েছে ছবিটি।


কিছুদিন আগেই নেটদুনিয়ায় শোরগোল ফেলে দিয়েছিলেন টপলেস ছবি পোস্ট করে। একটি সাদা কালো ছবি নিজের ইনস্টা হ‍্যান্ডেলে শেয়ার করেন অভিনেত্রী। প্রায় নগ্ন অবস্থায় ক‍্যামেরাবন্দি হন তিনি। ছবির ক‍্যাসশনে দূরে হারিয়ে যাওয়ার বার্তাও দেন জ‍্যাকলিন। মুহূর্তের মধ‍্যে ভাইরাল হয়ে যায় এই ছবি।

এর আগেও টপলেস অবতারে ধরা দিয়েছিলেন জ‍্যাকলিন। বক্ষযুগল ঢেকেছিলেন একগোছা ফুলের তোড়ায়। নিম্নাঙ্গে সাদা ট্রাউজার ও খোলা মাথার আলুথালু চুলে হটনেসের আলাদা মাত্রা যোগ করেছিলেন অভিনেত্রী। তুমুল ভাইরাল হয়েছিল জ‍্যাকলিনের এই হট ফটোশুট।

X