অর্জুনের গড়ে ফের শ্যুটআউট, মৃত জুটমিল শ্রমিক! থমথমে গোটা ভাটপাড়া এলাকা

বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি বিজেপি (BJP) ছেড়ে তৃণমূল কংগ্রেসে (Trinamool Congress) যোগদান করেছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং (Arjun singh)। অতীতে বিজেপিতে থাকাকালীন একাধিকবার হিংসার ঘটনায় তৃণমূল কংগ্রেসের জড়িত থাকার ব্যাপারে মত প্রকাশ করেন তিনি। বর্তমানে অবশ্য পাল্টেছে চিত্র। বিজেপি ছেড়ে ঘাসফুল শিবিরে যোগ দিয়েছেন অর্জুন। তবে বর্তমান সময়ে দাঁড়িয়েও কমানো যায়নি হিংসার ঘটনা। বিশেষত সাম্প্রতিককালে যেভাবে একের পর এক খুনের ঘটনা ঘটে চলেছে জগদ্দল-ভাটপাড়া এলাকায়, তাতে ক্রমশ ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে এলাকাবাসী।

একের পর এক হিংসার ঘটনা উঠে আসছে এলাকা থেকে। গতকাল উত্তর ২৪ পরগনার জগদ্দলে ফের একবার জুটমিল শ্রমিকের খুনের ঘটনা সামনে উঠে এলো। রিজুয়ান আলি নামে বছর ৩২-এর ওই শ্রমিককে প্রথমে মারধর ও পরবর্তীতে গুলি করে খুন করা হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, এরপর এলাকার বুকে বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর করার পাশাপাশি আগুন পর্যন্ত লাগিয়ে দেওয়া হয়। বর্তমানে বিশাল পুলিশ বাহিনী নিরাপত্তায় রয়েছে। তবে কী কারণে খুন, সে সম্পর্কে এখনো পর্যন্ত জানা যায়নি।

গতকাল খুনের ঘটনায় জগদ্দল এলাকায় পরিস্থিতি থমথমে হয়ে রয়েছে। যেভাবে প্রথমে খুনের ঘটনা এবং পরবর্তীতে একাধিক বাড়িতে আগুন লাগানোর পাশাপাশি ভাঙচুর করা হয়, তাতে বাড়ি থেকে বের হতে ভয় পাচ্ছে এলাকাবাসীরা। সংবাদমাধ্যম সূত্রের খবর, গতকাল একটি চায়ের দোকানে বসে বন্ধুদের সঙ্গে গল্প করছিল রিজুয়ান আলি নামে ওই যুবক। এরপরেই আচমকা সেখানে কয়েকজন দুষ্কৃতী এসে তাকে মারধর করা শুরু করে এবং পরবর্তীতে গুলি করে খুন করা হয়। ব্যক্তিগত শত্রুতা নাকি অন্য কোন রহস্য রয়েছে, সেই বিষয়ে এখনও পর্যন্ত জানা যায়নি। অভিযোগ, এদিন কয়েকজনের বাড়িতে ভাঙচুর করা হয়।

Jagaddal murder

উল্লেখ্য, এই ঘটনায় ভীত সন্ত্রস্ত হয়ে এলাকা ছেড়ে পালিয়েছে বেশ কয়েকজন মানুষ। ইতিমধ্যে গোটা এলাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। এ মাসের ৩ তারিখ এলাকায় ১৯ বছরের এক তরুণকে নৃশংসভাবে খুন করা হয় এবং তার কয়েকদিন পূর্বেই আবার ভাটপাড়া এলাকায় এক ব্যবসায়ী খুন হন। আর এবার গুলি করে খুন করা হলো এক শ্রমিককে। ফলে এলাকায় একের পর এক হিংসার ঘটনা কেন ঘটে চলেছে কিংবা পুলিশ এক্ষেত্রে নিষ্ক্রিয় কেন, সে বিষয়ে একাধিক প্রশ্ন উঠে গিয়েছে। যদিও এদিন বিতর্ক মাঝে অভিযুক্তদের উদ্দেশ্যে সন্ধান চালিয়ে তাদের কঠোর শাস্তি হবে বলে আশ্বাস দিয়েছে প্রশাসন।

Sayan Das

সম্পর্কিত খবর