আচমকাই সিদ্ধান্ত! বিধানসভার বাজেট অধিবেশন স্থগিত করলেন রাজ্যপাল

বাংলা হান্ট ডেস্কঃ সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে রাজ্যের বিধানসভার বাজেট অধিবেশন স্থগিত করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। রাজ্যের মন্ত্রীসভার সুপারিশ মেনেই বিধানসভা প্ররোগ করলেন রাজ্যপাল। এই নিয়ে তিনি একটি ট্যুইট করে তথ্য দেন।

শনিবার দুপুরে ট্যুইট করে রাজ্যপাল জগদীপ ধনকড় লেখেন, ‘সংবিধানের ১৭৪ এর ক এবং খ উপধারা অনুযায়ী বাংলার বিধানসভা অধিবেশন প্ররোগ করলাম। ১২ ফেব্রুয়ারি থেকে এই নির্দেশিকা কার্যকর হবে।”

https://twitter.com/jdhankhar1/status/1492390605301121027?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1492390605301121027%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Fkolkata%2Fwest-bengal-guv-jagdeep-dhankhar-prorogues-assembly%2F

উল্লেখ্য, শনিবার ১২ ফেব্রুয়ারি থেকেই বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সেই অধিবেশন শুরু হওয়ার আগে সেটি স্থগিত করে দেন রাজ্যপাল জগদীপ ধনকড়। রাজ্যপালের এই নির্দেশিকা ঘিরে ধোঁয়াশা তৈরি হয়। যদিও, সেই ধোঁয়াশা কাটিয়ে দেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ।

কুণালবাবু জানান, পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে এই বিষয়ে আমার কথা হয়েছে। মন্ত্রীসভার সুপারিশ মেনেই রাজ্যপাল বাজেট অধিবেশন স্থগিত করেছেন। উনি স্বতঃপ্রণোদিত কোনও সিদ্ধান্ত নেননি।


Koushik Dutta

সম্পর্কিত খবর