বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী (Mamata Banerjee) এবং তৃণমূল (All India Trinamool) সরকারকে আরও একবার আক্রমণ করে বসলেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। রাজ্যপাল রাজ্যে করোনা ভাইরাসের বেড়ে চলা মামলায় চিন্তা জাহির করে সমস্ত রাজনৈতিক দল গুলোকে এক হওয়ার বার্তা দেন। এর সাথে সাথে উনি মমতা ব্যানার্জীকে মিডিয়ার সাথে ভালো ব্যবহার করার হুঁশিয়ারিও দেন। এবং শকুনের প্রসঙ্গ টেনে এনে মমতা ব্যানার্জীকে কড়া জবাব দেন তিনি।
https://twitter.com/jdhankhar1/status/1255669998640443394
জগদীপ ধনখড় একটি ট্যুইট করে লেখেন, ‘সমস্ত রাজনৈতিক দলকে এই করোনা মহামারীর বিরুদ্ধে এক হওয়ার আবেদন করছি। মমতা বিরোধীদের সাথে এমন ব্যাবহার করছে, যেমন শকুন কারোর মৃত্যুর জন্য অপেক্ষা করে। এটা দেখে আমি ব্যাথিত। আমাদের উপর আকাশ ভেঙে পড়ার মতো পরিস্থিতি। এই সময় আমাদের রাজনীতি থেকে দূরে থাকা উচিৎ। লোকেরা যখন অবিচ্ছিন্ন সমস্যার মুখোমুখি হয় তখন কেন বাকবিতণ্ডা বাড়ানো হয়?”
https://twitter.com/jdhankhar1/status/1255670934179966978
রাজ্যপাল ধনখড় মমতা ব্যানার্জী এবং রাজ্য সরকারের তরফ থেকে মিডিয়াকে আক্রমণ করা নিয়ে প্রশ্ন তোলেন। রাজ্যপাল ট্যুইট করে লেখেন, ‘মমতা ব্যানার্জী মিডিয়াকে ওনার সরকারের মতো চলার মতো হুঁশিয়ারি দিয়েছেন। মিডিয়াকে কেন ভয়ের মধ্যে রাখা হবে? কিছুই লুকানো উচিৎ না।”
https://twitter.com/jdhankhar1/status/1255672650245959680
আপনাদের জানিয়ে দিই, পশ্চিমবঙ্গে রাজ্যপাল আর মমতা ব্যানার্জীর তৃণমূল সরকারের মধ্যে পরথম থেকে টক্কর চলছে। সম্প্রতি রাজ্যে পর্যবেক্ষণে আসা কেন্দ্র সরকাররের দল নিয়ে মমতয়া ব্যানার্জী ক্ষোভ প্রকাশ করেছেন। মমতা ব্যানার্জী অভিযোগ করে বলেছেন যে, কেন্দ্রীয় দল রাজ্য সরকারের কাজে বাঁধা সৃষ্টি করছে। এবং উনি রাজ্যপালের বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ করেছেন।
মমতা ব্যানার্জীর পাল্টা রাজ্যপাল বলেছেন, এই সঙ্কটের সময় রাজ্যের মমতা ব্যানার্জীর সরকার ঠিক ভাবে কাজ করছে না। রাজ্যপাল এবং রাজ্য সরকারের মধ্যে অভিযোগ-পাল্টা অভিযোগের পালা চলছে।