স্পেনকে হারিয়ে জাপানের হাত ধরে এশিয়ান ফুটবলের সূর্যোদয়, আবারও গ্রূপপর্ব থেকে বিদায় জার্মানির

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ১লা ডিসেম্বর শেষ ও ২রা ডিসেম্বরের শুরুটা স্মরণীয় একটা রাত হয়ে রইলো ফুটবলপ্রেমী মানুষদের জন্য। গ্রুপ অফ ডেথ খ্যাত ‘গ্রূপ ই’ নিজের নামের মান রেখেছে। শেষ মুহূর্ত অবধি মানুষকে ধন্ধে রেখেছিল গ্রূপের দলগুলি পরবর্তী রাউন্ডে যাওয়া নিয়ে। অনেক নাটকীয় পরিস্থিতির টপকে অবশেষে ওই গ্রুপ থেকে নক আউটের জন্য যোগ্যতা অর্জন করলো জাপান এবং স্পেন।

পরপর দুটি বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেল জার্মানি। ২০১৪ বিশ্বকাপে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে বিশ্বকাপে আর বলার মত কিছুই করতে পারেনি তারা। এই বিশ্বকাপে তারা মাত্র একটি ম্যাচে হয়েছিল। সেটাই হয়ে দাঁড়ালো তাদের কাল। কাল কোস্তারিকার বিরুদ্ধে হাটাহাটি ম্যাচে জয় পেয়েও নিজেদেরকে বাঁচাতে ব্যর্থ হল তারা।

কাল ম্যাচে এক সময় এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যখন মনে হচ্ছিল গ্রুপ অফ ডেথ থেকে গ্রুপ পর্বে জার্মানি এবং স্পেনের মতো দলগুলির বিদায় হয়ে যাবে। প্রথমার্ধের স্পেন, জাপানের বিরুদ্ধে এবং জার্মানি, কোস্তারিকার বিরুদ্ধে ১-০ ফলে এগিয়ে থেকে ড্রেসিংরুমে ফিরেছিল। স্পেনের হয়ে গোল করেছিলেন আলভারো মোরাতা। জার্মানিতে এগিয়ে দিয়েছিলেন সার্জ গ্যানাব্রী।

কিন্তু দ্বিতীয়ার্ধে তৈরি হয় নাটকীয় পরিস্থিতি। ৪৮ ও ৫১ মিনিটে দুটি গোল করে স্পেনকে চাপে ফেলে দেয় জাপান। জার্মানির বিরুদ্ধে ম্যাচ উইনিং গোল করা ডোয়ান স্পেনের বিরুদ্ধে সমতা ফেরান। এরপর ৫১ মিনিটে আও তানাকা গোল করে জাপানকে এগিয়ে দেন। স্পেন আর ওই পরিস্থিতি থেকে ফিরতে পারেনি। কোস্তারিকার বিরুদ্ধে বিশাল ব্যবধানে জয়ের কারণে তাদের গোল পার্থক্য অত্যন্ত ভালো ছিল। সেই গোল পার্থক্যই তাদের রক্ষা করল।

অপরদিকে জার্মানি ম্যাচেও ঘটেছিল একই ঘটনা। ৫৮ মিনিটে কোস্তারিকার তেজদা গোল করে সমতা ফেরান। ৭০ মিনিটে পাবলো ভার্গাসের ছুঁয়ে দেওয়া বল জার্মান গোলরক্ষক ন্যূয়ারের গা ছুঁয়ে ঢুকে যায় গোলে। এই পরিস্থিতিতে মনে করা হচ্ছিল যে জার্মানি এবং স্পেন দুটি দলই ছিটকে যাবে গ্রুপ পর্ব থেকে। কিন্তু ৭৩ ও ৮৫ মিনিটে কাই হাভার্টজের জোড়া গোল এবং একদম শেষদিকে ফালক্রুগের গোলে ম্যাচ ৪-২ ফলে জিতে নেয় জার্মানি। স্পেন যদি কাম ব্যাক করতে পারতো তাদের মতো তাহলে তারাই নক-আউটে পৌঁছতে পারতো। কিন্তু তেমনটা হয়নি। তবে নিজেরা পরের রাউন্ডে যেতে না পারলেও স্পেনকে বাঁচিয়ে দিয়ে গেছেন জার্মানরা।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর