বাংলাহান্ট ডেস্কঃ প্রযুক্তির দুনিয়ায় জাপানের (japan) জুড়ি মেলা ভার। একের পর এক নিত্যনতুন প্রযুক্তি এনে বারবারই পৃথিবীকে চমকে দিতে ভালবাসে দেশটি। এবার আবার নতুন চমক নিয়ে এল জাপান। ১ জুলাই থেকে জাপানে যাত্রা শুরু করেছে এমন এক বুলেট ট্রেনের (bullet train) ভূমিকম্পেও যার কোনো ক্ষতি হবে না।
প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলার মধ্যে অবস্থিত জাপান পৃথিবীর সবচেয়ে বড় ভূমিকম্প কবলিত দেশ৷ বছরের বেশীরভাগ দিনই ভূমিকম্প লেগেই থাকে দেশটিতে। ইদানিং এই ভূমিকম্প এর কারনে বার বার ক্ষতি হচ্ছিল সে দেশের সুপার স্পিড বুলেট ট্রেনের। এবার সেই পরিস্থিতি এড়াতেই নতুন প্রযুক্তি নিয়ে এল ছোট্ট এই দেশটি।
https://www.instagram.com/p/B3WDhiBpLl-/?igshid=n342i50f6uqi
ট্রেনটি গত বছর তৈরি হলেও একাধিক পরীক্ষার মধ্য দিয়ে অবশেষে তা চলাচলের ছাড়পত্র পেয়েছে। ১ জুলাই টোকাইডো সিনকাসেন রেলপথ দিয়ে জাপানের রাজধানী টোকিও থেকে অন্যতম বড় শহর ওসাকার দিকে প্রথম চলে ট্রেনটি।
https://www.instagram.com/p/CAVGf9HgU4g/?igshid=1c7rgzfo7dv17
জানা যাচ্ছে, ঘন্টায় সর্বোচ্চ ৩৬০ কিলোমিটার গতিতে চলতে পারলেও ২৮৫ কিমির বেশি গতিতে চালানো হবে না ট্রেনটি। জাপানের অত্যাধিক ভূমিকম্পকে মাথায় রেখে ট্রেনটিতে একাধিক সুরক্ষা ব্যাবস্থা আনা হয়েছে। পাশাপাশি রয়েছে লিথিয়াম আয়ন ব্যাটারিও। যার ফলে যদিও কোনো কারনে বিদ্যুৎ সংযোগ ছিন্ন হয়ে যায় তাহলেও বিনা অসুবিধায় ট্রেনিটি যাত্রীদের সুরক্ষিত ভাবে গন্তব্যে পৌঁছে দেবে। পাশাপাশি বেড়েছে ট্রেনে নজরদারি ক্যামেরার সংখ্যাও। আগের থেকে অনেক আধুনিক হয়েছে স্বয়ংক্রিয় ব্রেকিং সিস্টেমও৷
ফিরহাদ হাকিমের কুমন্তব্যে তোলপাড় রাজ্য! কুণাল বললেন ‘ওই বিপ অংশ…’