ভারতের হয়ে খেলতেই চাননি টিম ইন্ডিয়ার সেরা পেসার! দেশ ছাড়ার কথাও ভেবেছিলেন বুমরাহ, কিন্তু কেন?

বাংলা হান্ট ডেস্ক : ভারতীয় সেরা পেসারদের তালিকা তৈরি করলে সেই তালিকায় অবশ্যই থাকবে জসপ্রীত বুমরার (Jasprit Bumrah) নাম। তার ইয়র্কারের চর্চা সারা বিশ্বে। তার বোলিং-র সামনে টিকতে পারাটাই ব্যাটারদের জন্য বড় চ্যালেঞ্জ। তবে জানেন কি, একটা সময় বুমরাহর লক্ষ্য ছিল কানাডার (Canada) হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা। দেশ ছাড়ার প্রস্তুতিও নিয়ে নিয়েছিলেন তিনি।‌

একথা সকলেই মানেন যে, ডেথ ওভারের বোলিংয়ে ভারতীয় বোলারের জুড়ি মেলা ভার। আজকের দিনে দাঁড়িয়ে ভারতের সেরা পেসারদের মধ্যে একজন তিনি। আইপিএলে টানা ৭১টি ওভারে বুমরা ১৫ রানের বেশি খরচ করেননি এই পেস বোলার। এই পরিসংখ্যানই বলে দেয় টি২০ তে বুমরাহ কতখানি আক্রমণাত্মক। যদিও একটা সময় বুমরাহ ভারতের হয়ে খেলবার কথা মাথাতেও আনেননি।

একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে বুমরাহ বলেন, ‘সব ক্রিকেটারই বড় মঞ্চে খেলতে চায়। দেশের প্রতিটি রাস্তায় খেলা ২৫ জন করে ছেলে ভারতের হয়ে খেলার স্বপ্ন দেখে। তাই বিকল্প পরিকল্পনা থাকা উচিত। কানাডায় আমার কয়েক জন আত্মীয় থাকেন। তাই ভেবেছিলাম ওখানে গিয়ে পড়াশোনা শেষ করব। তার পর কাকার বাড়িতে থেকে বাকিটা চেষ্টা করব। আমাদের পুরো পরিবারেরই কানাডায় চলে যাওয়ার পরিকল্পনা ছিল।’

যদিও পরে এই ভাবনাচিন্তা বদলে যায় বলে জানিয়েছেন বুমরাহ। আর অবশ্যই সেটা তার মায়ের জন্য। মূলত তার মায়ের কানাডার সংস্কৃতি পছন্দ না হওয়ার কারণেই এই সিদ্ধান্ত নিতে হয় ভারতের পেসারকে। বুমরাহর কথায়, ‘মায়ের ওই সিদ্ধান্ত আমারও উপকারে লেগেছে। তাই আমি খুশি। নিজেকে ভাগ্যবানও মনে করি।’

jasprit hero bumrah

কারণ একথা সত্যি যে, বুমরাহ একবার কানাডায় চলে গেলে সেই দেশের হয়েই খেলার চেষ্টা করতেন। সেক্ষেত্রে ভারত এরকম একজন দূর্ধর্ষ বোলারকে হারাত। সেক্ষেত্রে অবশ্যই ভারতীয় জোরে বোলারের মাকে একটা ধন্যবাদ দিতেই হয়। বুমরাহ নিজেও তার কেরিয়ারের জন্য ধন্যবাদ জানিয়ে থাকেন তার মাকে। তার মায়ের সিদ্ধান্তের জন্যই জীবন বদলে গেছে বলে জানিয়েছেন তিনি।

ad

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর