বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এই মুহূর্তে ভারতীয় দল (Indian Cricket Team) দক্ষিণ আফ্রিকা সফরে রয়েছে। সেখানে একটি টি-টোয়েন্টি, একটি ওডিআই এবং একটি টেস্ট সিরিজ খেলবে ‘মেন ইন ব্লুজ’। কিন্তু সীমিত ওভারের এই সিরিজগুলিতে অনেক সিনিয়র তারকার পাশাপাশি হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) মতন মহাতারকাও থাকছেন না। বিরাট বা রোহিত নিজেদেরকে সচেতনভাবে দূরে সরিয়ে নিয়েছেন ক্রিকেট থেকে বিশ্বকাপ ফাইনালে হারের পর। কিন্তু হার্দিক পান্ডিয়া, যিনি আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে (2024 T20 World Cup) খুব বড় অস্ত্র হতে পারেন ভারতের জন্য, তিনি বিশ্বকাপের বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ থেকেই চোটগ্রস্থ।
অনেকেই তার বারবার এই চোট পাওয়ার প্রবণতা নিয়ে বিরক্ত। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অজয় জাদেজা বলেই দিয়েছেন হার্দিক একজন বিরল প্রতিভা কারণ তাকে মাঠেই খুব বিরল ভাবে দেখা যায়। অর্ধেক সময় তিনি চোটের কারণে মাঠের বাইরেই সময় কাটান।
মাঝে একটা খবর পাওয়া গিয়েছিল যে আইপিএলের আগে হয়তো আর মাঠে দেখা যাবে না ভারতের তারকা অলরাউন্ডারকে। কিন্তু এবার তার সম্পর্কে একটি নতুন আপডেট প্রকাশ্যে আনলেন বিসিসিআই (BCCI) সচিব জয় শাহ (Jay Shah)।
আরও পড়ুন: রোহিত আর কোহলিকে কিভাবে সামলাবেন? BCCI-কে উপায় বলে দিলেন হরভজন
বিসিসিআই সচিব জানিয়েছেন যে সবকিছু ঠিকঠাক চললে জানুয়ারি মাসেই মাঠে ফিরতে পারেন হার্দিক। এই তারকা ভারতীয় ক্রিকেটার দক্ষিণ আফ্রিকা সফরে যাননি। কিন্তু জানুয়ারি মাসে দেশের মাটিতে আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তাকে আবার বাইশ গজে দেখা যেতে পারে।
আরও পড়ুন: নিজের পায়ে নিজেই কোপ মারলেন রোহিত শর্মা! ভারতের হাত থেকে এই সম্মান ছিটকে যেতে চলেছে
ভারতীয় দল টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে মাত্র তিনটি সিরিজ খেলছে। তার মধ্যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সৃষ্টি তারা ৪-১ ফলে জিতে নিয়েছে। দক্ষিণ আফ্রিকা সিরিজের ফলাফল কি হবে সেদিকে সকলের নজরে থাকবে। তারপরে রয়েছে দেশের মাটিতে আফগানদের বিরুদ্ধে সিরিজ। বিশ্বকাপের আগে তাই এবার প্রস্তুতির জন্য আইপিএলও খুব গুরুত্বপূর্ণ মঞ্চ হতে চলেছে ক্রিকেটারদের কাছে।