লাইট পোস্টে ধাক্কা! আচমকাই বিমান নেমে এল যশোর রোডে! তারপর যা হল … বিশ্বাস করতে পারবেন না

Published On:

বাংলাহান্ট ডেস্ক : যশোর রোড অন্যতম ব্যস্ত একটি রাস্তা। সেই ব্যস্ত রাস্তায় আচমকা ধেয়ে এল বিমান। তারপর সেই বিমান ধাক্কা খেল লাইট পোস্টে। লাইট পোস্টে ধাক্কা খাওয়ার পর কিছুটা স্লথ হল গতি। এই বিমান দুর্ঘটনার খবর চারদিকে ছড়িয়ে পড়তেই জাতীয় সড়কের ধারে জড়ো হতে শুরু করেন মানুষজন।

যদিও বড়সড় দুর্ঘটনা ঘটতেই পারত, তবে এই যাত্রায় বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গেল। এই বিমান দেখতে মানুষজন ভিড় করেন জাতীয় সড়কে।  বিমানটি এয়ারপোর্ট থেকে বের হওয়ার পরই এই দুর্ঘটনা ঘটল। বিমানটি ধাক্কা মারল একটি লাইট পোস্টে। যদিও বড়সড় দুর্ঘটনার হাত থেকে এ যাত্রায় রক্ষা পেয়েছে বিমানটি।

আরোও পড়ুন : দক্ষিণবঙ্গের পর এবার উত্তরবঙ্গে মোদী! শিলিগুড়িতে সভা করবেন প্রধানমন্ত্রী, কবে?

সাধারণ মানুষেরও ক্ষতি হয়নি। তবে এটি এয়ার ইন্ডিয়ার একটি অকেজো হওয়া বিমান। পাঞ্জাবের এক সংস্থা কিনে নেয় এই বিমানটি। নিলামে এই বিমান কিনে নেওয়ার পর সড়কপথে সেটি নিয়ে রওনা দিয়েছিল সংস্থার বিশাল ট্রাক। জানা যাচ্ছে, এই বিমান দিয়ে কোন রেস্টুরেন্ট বা হোটেল তৈরি হতে পারে, অথবা কোনও দর্শনীয় স্থানে এটিকে রাখা হতে পারে।

আরোও পড়ুন : পুলিশের বিরুদ্ধে বড় অভিযোগ! CBI তদন্তের আর্জি নিয়ে প্রধান বিচারপতির দ্বারস্থ ED

বিটি কলেজের কাছে এয়ারপোর্টে সীমানা দিয়ে এই বিমানটি বের করার পর সেটি ধাক্কা মারে ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর থাকা একটি বাতিস্তম্ভে। এর ফলে বাতিস্তম্ভটি ভেঙে যায়। এমনকি বিমানের লেজের অংশ ভেঙে যায়। যদিও বড় দুর্ঘটনা কিছু ঘটেনি। ঘটনাটিকে কেন্দ্র করে রীতিমতো তোলপাড় শুরু হয় গোটা এলাকায়।

img 20240304 164540

চারদিকে ছড়িয়ে পড়ে এই বিমান দুর্ঘটনার খবর। এয়ার ইন্ডিয়ার এই  AIRBUS A319 নম্বর প্লেনটি দেখতে তারপর ভিড় জমান বহু মানুষ। এই বিমানটি অত্যন্ত পুরনো। তাই এটিকে মেরামতি করে আর ওড়ানো সম্ভব নয়। সেইজন্য এটিকে নিলামে বিক্রি করে দেওয়া হয়।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X