বাংলাহান্ট ডেস্ক : গত কয়েক বছরে বিনোদনের সংজ্ঞাটা বেশ কিছুটা বদলে গেছে। একটা সময় ছিল যখন নতুন সিনেমা দেখতে আমাদের যেতে হত সিনেমা হলে। আবার পছন্দের সিরিয়াল দেখার জন্য নির্দিষ্ট সময়ে হাজির হতে হত টিভির সামনে। কিন্তু ওটিটি প্লাটফর্ম আসার পর এসব কিছুই অতীত। বিভিন্ন ওটিটি প্লাটফর্মে সময় মতো দেখে নেওয়া যায় পছন্দের সিনেমা, সিরিজ কিংবা সিরিয়াল।
OTT প্লাটফর্মগুলি দেখার জন্য প্রতি মাসে মোটা টাকা খরচ করতে হয় গ্রাহকদের। কিন্তু রিলায়েন্স গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে এমন কিছু রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে যেগুলির সাথে আপনারা বিনামূল্যে ওটিটি এক্সেস করতে পারবেন। সব ধরনের গ্রাহকদের কথা মাথায় রেখে রিলায়েন্স জিও এই প্ল্যান নিয়ে এসেছে। কিছু প্ল্যান রয়েছে দীর্ঘমেয়াদী, আবার কিছু প্ল্যান স্বল্প মেয়াদের।
আরোও পড়ুন : ‘চাই না ওর সিনেমা কেউ দেখুক’, শাহরুখের ব্যর্থতার প্রার্থনা গৌরীর! অশান্তির আঁচ খান পরিবারে
চলুন জেনে নেওয়া যাক রিলায়েন্সের জিওর এই প্ল্যানগুলিতে কোন কোন ওটিটির সুবিধা পাওয়া যাবে।
১. প্রথমে আমরা যে প্ল্যানটি সম্পর্কে কথা বলব সেটি বেশ খরচ সাপেক্ষ। ৩৬৫ দিনের বৈধতা সহ এই প্ল্যানে আপনারা পেয়ে যাবেন প্রতিদিন 2.5GB ডেটা, 100টি SMS এবং আনলিমিটেড ভয়েস কল। ৩৬৬২ টাকার এই রিচার্জ প্ল্যানে আপনারা বিনামূল্যে পাবেন SonyLIV, Zee5 এর সাবস্ক্রিপশন।
২. ৩২২৬ টাকা দিয়ে রিচার্জ করলে আপনারা আগের প্ল্যানটির মতই ৩৬৫ দিনের বৈধতা পাবেন। ৩২২৬ টাকার রিচার্জে গ্রাহক পেয়ে যাবেন দৈনিক 2GB ডেটা, 100টি SMS এবং আনলিমিটেড ভয়েস কলের সুযোগ। এছাড়াও এই প্ল্যানে থাকবে SonyLIV সাবস্ক্রিপশন।
আরোও পড়ুন : পাল্টাচ্ছে এই রাজ্যের তিন রেল স্টেশনের নাম, এবার মিলবে নয়া পরিচিতি
৩. ৩৬৫ দিনের বৈধতা সহ রিলায়েন্স জিওর আরও একটি প্ল্যানের মূল্য ২৯৯৯ টাকা। প্রতিদিন 2.5GB ডেটা, আনলিমিটেড ভয়েস কলের সুবিধা রয়েছে এই প্ল্যানে। তবে জিও সিনেমা ছাড়া অন্য কোনও OTT সাবস্ক্রিবশন পাওয়া যাবে না।
৪. ৯০৯ টাকার রিচার্জ প্ল্যানের বৈধতা 84 দিন। এই রিচার্জে গ্রাহকরা পেয়ে যাবেন প্রতিদিন 2GB ডেটা, আনলিমিটেড ভয়েস কল এবং দৈনিক 100টি SMS। এর সাথে থাকছে SonyLIV, Zee5 এর সাবস্ক্রিপশন।
৫. ৮০৬ টাকার রিচার্জে গ্রাহকরা পেয়ে যাবেন দৈনিক 2GB ডেটা, 100টি SMS এবং আনলিমিটেড কল। এই প্ল্যানে গ্রাহকরা শুধু পাবেন SonyLIV এর সাবস্ক্রিপশন। কিন্তু জিওর এক টাকা কমে ৮০৫ টাকার একটি রিচার্জ প্ল্যান রয়েছে যেখানে আপনারা SonyLIV এর সাবস্ক্রিপশনের পরিবর্তে পেয়ে যাবেন Zee5 এর সাবস্ক্রিপশন।