হাঁ করে তাকিয়ে দেখল চিন! বিরাট নজির গড়ল Jio, গোটা দেশ করছে ধন্য ধন্য

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে দেশের বৃহত্তম টেলিকম সংস্থা হিসেবে বিবেচিত হচ্ছে Jio। মাত্র কয়েক বছর আগে এই টেলিকম সংস্থার পথচলা শুরু হলেও খুব দ্রুত এটি জনপ্রিয় হয়ে ওঠে গ্রাহক মহলে। শুধু তাই নয়, একের পর এক বড় নজিরও তৈরি করেছে ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির এই টেলিকম সংস্থা। সেই রেশ বজায় রেখেই এবার একটি বড় আপডেট সামনে এসেছে।

বিরাট নজির গড়ল Jio:

এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার Jio Phone নতুন রেকর্ড গড়েছে। মূলত, ব্যবহারকারীদের কাছে Jio Phone অত্যন্ত জনপ্রিয় হয়েছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ১ কোটিরও বেশি গ্রাহক Jio 4G-এর মাধ্যমে 4G নেটওয়ার্ক গ্রহণ করেছেন। মূলত, Jio Phone-এর সাহায্যে তাঁরা 4G নেটওয়ার্ক ব্যবহার করছেন।

Jio made a big record this time.

সম্প্রতি একটি নতুন রিপোর্ট পেশ করেছে Jio। যেখানে বলা হয়েছে যে Jio Bharat-এর সাহায্যে ১ কোটিরও বেশি গ্রাহক 4G নেটওয়ার্কের সাথে যুক্ত হয়েছেন। এদিকে, যদি আমরা 1,000 টাকার কম দামের স্মার্টফোনের কথা বলি সেক্ষেত্রে, Jio Bharat 50 শতাংশ দখল করেছে। এমন পরিস্থিতিতে, এটা বলা যেতে পারে আরও একবার Jio Phone প্রমাণ করেছে যে এটি কম দামে দুর্দান্ত ফিচার্স সরবরাহকারী একমাত্র ফোনে পরিণত হয়েছে।

আরও পড়ুন: আদানির পর ভারতে ফের বড় ধামাকার পূর্বাভাস দিল হিন্ডেনবার্গ রিসার্চ, কে হবেন টার্গেট? শুরু তুমুল জল্পনা

Jio Bharat-এর দাম এবং ফিচার্স: Jio Bharat 4G ফোনটি কিনতে গেলে আপনাকে 999 টাকা খরচ করতে হবে। আপনি Jio-র অফিসিয়াল সাইট এবং Amazon থেকে এটি অর্ডার করতে পারেন। এছাড়াও, গ্রাহকেরা 123 টাকায় Jio Bharat ফোন রিচার্জ করতে পারেন। সম্প্রতি ট্যারিফ প্ল্যানের দাম বৃদ্ধি হলেও, Jio Phone-এর রিচার্জে কোনও পরিবর্তন হয়নি। যার ফলে গ্রাহকেরা আরও বেশি আকৃষ্ট হচ্ছেন।

আরও পড়ুন: RBI-র একটি সিদ্ধান্তেই ঘটল বিপদ! মুহূর্তের মধ্যে উধাও ২.৮২ লক্ষ কোটি টাকা, কপাল পুড়ল বিনিয়োগকারীদের

এদিকে, Jio-র এই ফোনে রয়েছে দুর্ধর্ষ ফিচার্স। LTE কানেক্টিভিটির পাশাপাশি এই ফোনে 128 GB এক্সটার্নাল মেমোরির অপশনও দেওয়া হয়েছে। পাশাপাশি রয়েছে 0.3MP-র রিয়ার ক্যামেরা। এটি সেইসব ব্যবহারকারীদের জন্য একটি দুর্দান্ত বিকল্প হিসেবে প্রমাণিত হয় যাঁরা কম দামে ভালো ফিচার্সের ফোন খোঁজেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর