বাংলাহান্ট ডেস্ক : টলিউডে বিগত কয়েক বছরে নিজের জায়গা বেশ শক্ত করে নিয়েছেন অভিনেতা যিশু সেনগুপ্ত। টলিউড ছাড়িয়ে এখন তিনি মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রি ও দক্ষিণে কাজ করছেন। সেখানেও বাংলার এই অভিনেতা নিজের কীর্তি স্থাপন করেছেন। যিশু সেনগুপ্তকে এখন জাতীয় স্তরের অভিনেতা বলাই চলে। তবে এবার অভিনেতা যিশু সেনগুপ্তর মুকুটে যুক্ত হল নতুন পালক।
সলমন খান, সোনু সুদ, সোহেল খান, আল্লু অর্জুনদের সাথে দুবাইয়ের বিখ্যাত বুর্জ খালিফায় ভেসে উঠল বাংলার যিশু সেনগুপ্তর মুখ। যিশু সম্ভবত বাংলার প্রথম অভিনেতা যার ছবি প্রথমবারের জন্য দেখা গেল বুর্জ খালিফায়। এই ঘটনার পর এখন আবেগে ভাসছেন অভিনেতার ভক্তরা। যিশুর এই সাফল্য নিঃসন্দেহে বাংলার মুখ উজ্জ্বল করল। এই ঘটনা ঘটার সময় যিশু সেনগুপ্ত নিজে দাঁড়িয়ে প্রত্যক্ষ করলেন সেটি।
আরোও পড়ুন : বেঁচে আছেন পুনম! কিন্তু হঠাৎ নিজেকে মৃত ঘোষণার কারণ কী ? নেপথ্যের কাহিনী জানলে আঁতকে উঠবেন
সিসিএলের ১০ নম্বর সিজনের কার্টন রাইজার উপলক্ষে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়। দুবাইতে সিসিএল এর ১০ নম্বর সিজনের গ্র্যান্ড লঞ্চ হল। ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ’ করোনা মহামারীর জন্য চার বছর বন্ধ থাকার পর ফের ২০২৩ সালের শুরু হয়। নতুন সিজন শুরু হওয়ার আগে দুবাইতে একসাথে দেখা গেল সোনু সুদ, সোহেল খান, আল্লু অর্জুন, কিচ্চা সুদীপ, যিশু সেনগুপ্তদের।
‘সেলিব্রিটি ক্রিকেট লিগ’ দেশের বিভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রির তারকাদের নিয়ে একটি ক্রিকেট টুর্নামেন্ট। গোটা দেশ থেকে মোট আটটি দল এই ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করে। এই ক্রিকেট টুর্নামেন্টের দশম সিজনের প্রোমো চলল দুবাইয়ের বুর্জ খলিফায়। বেঙ্গল টাইগার্সের ঝলক যখন বুর্জ খালিফায় ভেসে ওঠে তখন দেখা যায় যিশু সেনগুপ্তর মুখ।