বড় জয় জিতেন্দ্রর, দেরী করে মামলা করার পরেও পুনর্গণনার আবেদন গ্রহণ করল হাইকোর্ট

বাংলাহান্ট ডেস্কঃ নির্ধারিত সময় পেরিয়ে গেলেও পাণ্ডবেশ্বরের বিজেপি (bjp) প্রার্থী জিতেন্দ্র তিওয়ারির (jitendra tiwari) করা মামলা শুনতে সম্মত হন বিচারপতি রবি কিষান কাপুর। আগামী ৯ ই আগস্ট মামলাটি শুনবেন বলে জানিয়েছেন বিচারপতি। তবে তার আগে সব পক্ষকে নোটিশ দেওয়ার নির্দেশ দিয়েছন তিনি।

একুশের বিধানসভা নির্বাচনের পূর্বে বিজেপির বাংলা জয়ের স্বপ্নকে সত্যি করতে গেরিয়া শিবিরে যোগ দিয়েছিলেন আসানসোলের জিতেন্দ্র তিওয়ারি। কিন্তু তাঁকে বিজেপিতে নেওয়া নিয়ে প্রথমে দলের মধ্যে অসন্তোষ দেখা দিলেও, পরবর্তীতে গেরুয়া শিবিরের এক সৈনিক হন জিতেন্দ্র তিওয়ারি।

1608063467 1607974998 15nblmayor 4col

শুধুমাত্র বিজেপির সদস্যই নন, একুশের বিধানসভা নির্বাচনে পাণ্ডবেশ্বর থেকে বিজেপির টিকিট পান তিনি। কিন্তু নির্বাচনের ফলে দেখা যায়, বিজেপির বাংলা জয়ের স্বপ্ন ভঙ্গের সঙ্গে সঙ্গেই, পরাজিত হন জিতেন্দ্র তিওয়ারি। তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর কাছে মাত্র ৩ হাজার ৮০৩ ভোটের ব্যবধানে পরাজিত হন জিতেন্দ্র তিওয়ারি। ৭০ হাজার ১১৯ টি ভোট পেয়ে নির্বাচনে পরাজিত হয়ে, নির্বাচনের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দারস্থ হন জিতেন্দ্র তিওয়ারি।

রাজ্য বিজেপির তরফে প্রথম ইলেকশন পিটিশন করেছিলেন পাণ্ডবেশ্বরের বিজেপির প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি। তবে নিয়ম অনুযায়ী, ফলাফল বেরোনোর ৪৫ দিনের মধ্যে ইলেকশন পিটিশন করেননি জিতেন্দ্র তিওয়ারি। গত ২৯ শে জুন পুনর্গণনার দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করেন তিনি।

1619080181 hc

এরপর থেকেই দ্বন্ধে ছিল গেরুয়া শিবির। দেরিতে পুনর্গণনার মামলা দায়ের করায়, মামলা গৃহীত হবে তা নিয়ে সংশয় ছিল পদ্ম শিবিরে। তবে বুধবার বিচারপতি রবি কিষান কাপুরের সিঙ্গল বেঞ্চে মামলাটি ওঠে এবং তিনি মামলাটি শুনবেন বলেও জানিয়েছেন।

Smita Hari

সম্পর্কিত খবর