বাংলাহান্ট ডেস্কঃ সরকারি চাকরি যারা খুজছেন তাদের জন্য নাবার্ড নিয়ে এল সুবর্ন সুযোগ। কিছুদিন আগেই দশম পাসদের জন্য অফিস অ্যাসিস্ট্যান্ট পদে চাকরির বিজ্ঞপ্তি দিয়েছিল সংস্থাটি। এবার আরো ১৫৪ অ্যাসিস্ট্যান্ট ম্যনেজার পদে নিয়োগের আমন্ত্রন করল তারা। বেতন ২৮,১৫০ থেকে ৫৫,৬০০ টাকা। আবেদন করার শেষ তারিখ ৩১ জানুয়ারি ২০২০। আবেদন করতে হবে অনলাইনে। আবেদন মূল্য ৮০০ টাকা ( সংরক্ষিতদের জন্য ১৫০ টাকা) । প্রাথমিক, মূল পরীক্ষা ও ইন্টারভিউ তিনটি ধাপে হবে পরীক্ষা। পরীক্ষা শেষে সারা ভারতে চাকরি দেওয়া হবে।
Nationanal Bank for Agriculture and Rural Development সংক্ষেপে NABARD ভারতের একটি আপেক্স ডেভলপমেন্ট ফিনান্সিয়াল ইন্সটিটিউশন। ভারতের গ্রামাঞ্চলের কৃষিকাজ ও অন্যান্য অর্থনৈতিক কার্যক্রমের জন্য credit বা ঋণের পরিকল্পনা ও পরিচালনার মত বিষয়গুলি এই ব্যাঙ্কের আওতায় পড়ে। ভারতের আভ্যন্তরীন বিকাশ নীতির ক্ষেত্রেও NABARD অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
আবেদন শুরুর তারিখঃ ১০ জানুয়ারি ২০২০
আবেদন করার শেষ তারিখঃ ৩১ জানুয়ারি ২০২০
আবেদনের পদ্ধতিঃ অনলাইন
পদঃ অ্যাসিস্ট্যান্ট ম্যনেজার
বয়সসীমাঃ ২১ থেকে ৩০
জাতীয়তাঃ ভারতীয়
আবেদন মূল্যঃ ৮০০ ( sc,st, ph দের জন্য ১৫০)
নির্বাচনের পদ্ধতিঃ প্রাথমিক, মূল পরীক্ষা ও ইন্টারভিউ
ওয়েবসাইটঃ http://www.nabard.org/
একনজরে দেখে নিন কোন পদে কত নিয়োগ হবে
rural devlopment banking service (গ্রামীণ ডিভলপমেন্ট ব্যাংকিং পরিষেবা) – 139
rajbhasha service (রাজভাষা পরিষেবা) – 08
legal service(আইনী সেবা) – 03
protocol and security service(প্রোটোকল এবং সুরক্ষা পরিষেবা) – 04