মিস করবেন না এই সুযোগ! ইন্টারভিউয়ের মাধ্যমে কেন্দ্রীয় সংস্থায় মিলবে চাকরি, এভাবে করুন আবেদন

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি বড় খবর সামনে এসেছে। জানা গিয়েছে যে, একটি কেন্দ্রীয় সংস্থায় কর্মী নিয়োগের (Recruitment) জন্য ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমেই এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।

কোন পদে করা হবে নিয়োগ: জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে যে, ভারত আর্থ মুভারস লিমিটেডে নির্দিষ্ট মেয়াদের ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। মূলত, পরামর্শদাতা (কনসালট্যান্ট) পদে এই নিয়োগ করা হবে। এক্ষেত্রে অবশ্য প্রার্থীদের হেভি ভেহিকল ফ্যাক্টরি কিংবা সেনাবাহিনীর উচ্চপদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

এছাড়াও জানিয়ে রাখি যে, নিয়োগ প্রক্রিয়ার বাছাই করা প্রার্থীদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট প্রকল্পের রক্ষনাবেক্ষণ করতে হবে। পাশাপাশি সেনাবাহিনীর সদর দফতরের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে কাজ করা ছাড়াও প্রকল্পের প্রযুক্তিগত বিষয়েও অভিজ্ঞ অবসরপ্রাপ্তদের পরামর্শ নেওয়া হবে বলে জানা গিয়েছে। তাঁদের এআরভি প্রজেক্ট ও কোয়ালিটি ক্রলার আর্মর্ড ভেহিকলস-এ কাজের জন্য নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা: ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি কিংবা ডিপ্লোমা থাকতে হবে।

আরও পড়ুন: মরণোত্তর সম্মাননা পেলেন ঐন্দ্রিলা, প্রেমিক সব্যসাচীর কাণ্ড দেখে ‘থ’ নেটজনতা

বয়স: এক্ষেত্রে আবেদনকারীদের বয়স ৬৩ বছরের মধ্যে হতে হবে।

আরও পড়ুন: জ্যোতিপ্রিয় আউট! সুজিত বসু-পার্থ ভৌমিককে বড় দায়িত্ব দিলেন মমতা

কিভাবে করবেন আবেদন: আবেদনে ইচ্ছুক প্রার্থীদের বিজ্ঞপ্তিতে প্রকাশিত একটি ফর্মপূরণ করতে হবে। ওই ফর্মটির সঙ্গে তাঁদের পরিচয়পত্র সহ বয়সের প্রমাণপত্র, CV ও প্রয়োজনীয় নথি পাঠাতে হবে। অনলাইনে ইমেল মারফত আবেদন জানানো যাবে। পাশাপাশি, আবেদন সংখ্যার ওপর ভিত্তি করে পদসংখ্যা নির্ধারন করা হবে।

Job will be available in central organization through interview

নিয়োগ প্রক্রিয়া: এক্ষেত্রে ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে।

গুরুত্বপূর্ণ তারিখ: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, আগামী ১৫ নভেম্বর, ২০২৩ পর্যন্ত আবেদন করতে পারবেন প্রার্থীরা। পাশাপাশি ইন্টারভিউ সম্পন্ন হবে আগামী ১৭ নভেম্বর।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর