বাংলা হান্ট ডেস্ক : এবার থেকে অনলাইনে রাজ্য সরকারি স্কুলে শিক্ষক শূন্যপদের হদিশ মিলবে । রাজ্যের কোথায় কোন স্কুলে কোন বিষয়ে শূন্যপদ রয়েছে তাও জানা যাবে অনলাইনে৷ এই মর্মে শিক্ষা দপ্তরের পোর্টালে তথ্য জানাতে স্কুলকে নির্দেশ দেওয়া হয়েছে ।রাজ্যের স্কুল শিক্ষক নিয়োগ নিয়ে লাগাতার নানান অভিযোগে ক্রমাগত জর্জরিত স্কুল সার্ভিস কমিশন। শিক্ষক নিয়োগ নিয়ে সব তথ্য পেতে চালু হচ্ছে পোর্টাল৷ শূন্য পদ ও স্কুল সংক্রান্ত তথ্য দিয়ে সাজানো মোবাইল অ্যাপ চালু করা হচ্ছে বলে শিক্ষা দপ্তর সূত্রের খবর৷ এর প্রথম ধাপ হিসেবে ওয়েবসাইটে নথি আপলোড করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে । প্রতিটি স্কুলের শিক্ষক পদের সংখ্যা ও শিক্ষা দপ্তরের কেন্দ্রীয় তথ্য ভাণ্ডারে জমা হবে৷
২০১৫ সালে এনসিটিই উচ্চ প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক নিয়োগের জন্য পৃথক গাইডলাইন জারি করে৷ সেই গাইডলাইন অনুযায়ী উচ্চ প্রাথমিক ও মাধ্যমিকের জন্য প্রশিক্ষণপ্রাপ্ত স্নাতক প্রার্থীদের নিয়োগ করা হবে৷ আর উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগের জন্য বিবেচিত হবেন প্রশিক্ষিত স্নাতকোত্তর প্রার্থীরা৷ সেই নির্দেশিকা অনুযায়ী ২০১৬ সালের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে এসএসসি৷ বর্তমানে কর্মরত শিক্ষকদের এনসিটিই নির্ধারিত যোগ্যতা আছে কিনা তাও খতিয়ে দেখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ সেই মতো শিক্ষা দপ্তরের প্রত্যেক কর্মরত শিক্ষকদের তথ্য তিনটি শ্রেণিতে ভাগ করে আপলোড করতে করার বিষয়ে স্কুলগুলিতে নির্দেশ পাঠিয়েছে৷ শিক্ষা দপ্তরের তথ্য ভাণ্ডারে কর্মরত শিক্ষকদের অনেক তথ্য জমা রয়েছে। সেই তথ্যের ভিত্তিতে শূন্য পদের সংখ্যা কেন্দ্রীয়ভাবে পাওয়া সম্ভব৷ এর ফলে শিক্ষক নিয়োগ ও বদলি সংক্রান্ত বিষয়টি আরও সহজ হবে বলে মনে করছেন শিক্ষক মহলের একাংশ৷