বাংলা হান্ট ডেস্কঃ করোনার পঞ্চম ভ্যাকসিন পেল ভারত। পঞ্চম এই ভ্যাকসিনকে ব্যবহারের মঞ্জুরিও দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী মনসুখ মান্ডবিয়া টুইট করে এই কথা জানিয়েছেন। সবথেকে বড় বিষয় হল জনসন অ্যান্ড জনসনের এই করোনার ভ্যাকসিন (Johnson And Johnson Covid Vaccine) সিঙ্গেল ডোজের। ১৮ বছর বয়সের ঊর্ধ্বে সবাই এই টিকা নিতে পারবেন।
মার্কিন কোম্পানি Johnson And Johnson নিজেদের করোনা টিকা ভারতে ব্যবহার করার জন্য ছাড়পত্র পেয়েছে। ভারতে এমার্জেন্সি রুপে ব্যবহার করার জন্য কোম্পানির তরফ থেকে ৫ আগস্ট আবেদন জানানো হয়েছিল। এবার সেই আবেদন গৃহীত করল কেন্দ্র সরকার।
কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডবিয় নিজের টুইটে জানিয়েছেন যে, ভারতে এমার্জেন্সি ভাবে ব্যবহারের ছাড়পত্র পাওয়া এটি পঞ্চম ভ্যাকসিন। করোনার বিরুদ্ধে লড়াইয়ে এই ভ্যাকসিন আরও গতি প্রদান করবে।
India expands its vaccine basket!
Johnson and Johnson’s single-dose COVID-19 vaccine is given approval for Emergency Use in India.
Now India has 5 EUA vaccines.
This will further boost our nation's collective fight against #COVID19
— Dr Mansukh Mandaviya (@mansukhmandviya) August 7, 2021
কোম্পানি অনুযায়ী, Johnson And Johnson-এর সিঙ্গেল ডোজ ভ্যাকসিন করোনা রোখার জন্য ৮৫ শতাংশ উপযোগী। কোম্পানি অনুযায়ী, এর তৃতীয় ট্রায়াল বেশ সফল ছিল। ভারত ছাড়া জনসনের এই টিকা আমেরিকা, এবং ইউরোপের অনেক দেশেই ব্যবহার করার ছাড়পত্র পেয়েছে।