৮০০ বছর পর ঘটছে এহেন ঘটনা। সৌরজগতের দুই বৃহত্তম গ্রহ চলে আসবে একে অপরের সব চেয়ে কাছে। আজ সন্ধ্যের পর আকাশের এই দিকে চোখ রাখলেই দেখতে পাবেন একই সাথে বৃহস্পতি (jupiter) ও শনিকে (saturn)।
আজ কলকাতায় বিকেল ৪ টে ৫৮ মিনিটে এই দুই গ্রহ কাছাকাছি আসবে৷ একে বলা হয় Conjunction. সন্ধ্যের পর আকাশের দক্ষিণ পশ্চিম দিকে তাকালেই দেখা যাবে এই বিরল মহাজাগতিক দৃশ্য। এই Conjunction কুড়ি বছর পর পর দেখা গেলেও আজকের দৃশ্য আক্ষরিক অর্থেই বিরল ৮০০ বছর পর পৃথিবী সাক্ষী থাকতে চলেছে এই দৃশ্যের। এর আগে ১৬২৩ সালের জুলাই মাসের পরে আবার বৃহস্পতি-শনি এতো কাছাকাছি এসেছিল।
আজ সন্ধ্যে ৬ টা থেকে ৬ টা ৪৫ পর্যন্ত দিগন্ত রেখার কাছে এই দৃশ্য দেখা যেতে পারে। এই মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকার জন্য আপনাকে বেছে নিতে হবে কোনো খোলা অঞ্চল। কলকাতায় দিগন্ত রেখার দেখা পাওয়া যদিও বেশ কষ্টকর। বড় বড় বাড়ি, প্রচুর আলো, দূষণ সহ একাধিক কারনে এই দৃশ্য থেকে বঞ্চিত হতে পারেন আপনি। তাই এই দৃশ্য দেখার জন্য আপনাকে বেছে নিতে হবে এমন কোনো স্থান যেখানে বেশ অন্ধকার একই সাথে দিগন্তরেখাও দৃশ্যমান। তবে আপনি অতি সহজেই খালি চোখে এই মুহুর্ত উপভোগ করতে পারবেন।
জানিয়ে রাখি, গতকাল নিউজিল্যান্ড ও পাকিস্তানের মধ্যে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ চলাকালীন দ্বিতীয় ইনিংসের ১১ তম ওভার চলাকালীন ক্যামেরাবন্দী করেন এক ক্যামেরা ম্যান। সোশ্যাল মিডিয়ায় এই ক্যামেরাম্যানটির অত্যাশ্চর্য ছবি নিয়ে অনেক আলোচনা হচ্ছে। প্রত্যেকেই তার প্রশংসায় পঞ্চমুখ।