‘পশ্চিমবঙ্গের বিচার ব্যবস্থাকে সন্ত্রস্ত করার চেষ্টা চলছে, দুর্বৃত্তদের খুঁজে বের করতে হবে!’ বিস্ফোরক বিচারপতি গঙ্গোপাধ্যায়

বাংলাহান্ট ডেস্ক : বিচারপতি রাজাশেখর মান্থার (Justice Rajasekhar Mantha) বাড়ির সামনে পোস্টার (Poster) এবং শুধু তাই নয় এজলাসে মান্থার বিরুদ্ধে যে বিক্ষোভ শুরু হয়েছে এবার সেই প্রসঙ্গেই বিস্ফোরক মন্তব্য করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Gangopadhyay)। বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ‘পশ্চিমবঙ্গে বিচার ব্যবস্থাকে সন্ত্রস্ত করার চেষ্টা চলছে’।

একই সঙ্গে তিনি আরোও বলেন, ‘প্রাক্তন বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায় মহাশয় যুক্তিপূর্ণ কথা বলেছেন যে, আমাদের বিচারব্যবস্থা এত ঠুনকো নয় যে, কাউকে চাইলেই সন্ত্রস্ত করতে পারবে। এটা সম্ভব হবে না। যাঁরা ভাবছেন, তাঁরা ভুল ভাবছেন’। তবে এখানেই থেমে থাকেননি এই প্রখ্যাত বিচারপতি। পাশাপাশি তার আরোও সংযোজন, ‘আমি হাইকোর্টে ২৩ বছর আইনজীবী হিসেবে ছিলাম, ৫ বছর ধরে বিচারপতি, এরকম হাইকোর্টে আগে দেখিনি, এত সাহস কোন দুর্বৃত্তদের, তা খুঁজে বের করতে হবে।’

অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে উপস্থিত ছিলেন হাই কোর্টের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যও। তিনি সরাসরি অভিযোগ করেন, হাই কোর্টের এই কাণ্ড শাসকদল তৃণমূলই ঘটিয়েছে। তবে বিচারপতি মান্থার বিরুদ্ধে বিক্ষোভ যখন তুমুল আকার ধারণ করেছে ঠিক তখনই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সুর চড়িয়েছেন শাসক দলের বিরুদ্ধে। তার কথায়, ‘শুনেছি শাসকদল বলেছে, তারা এরকম কিছু করেনি। কিন্তু কারা করেছে, তাদের আমরা চিনি, কী উদ্দেশ্যে, তা তদন্ত সাপেক্ষ’।

Recruitment Scam

প্রসঙ্গত উল্লেখ্য, সোমবার থেকেই আইনজীবীদের একাংশ হাই কোর্টের বিচারপতি মান্থার বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন। মঙ্গলবার সকাল থেকে হাই কোর্ট চত্বরে গণ্ডগোল শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতেই আদালতের কাজে বাধা সৃষ্টির অভিযোগ এনেছিলেন বিচারপতি মান্থা। এরপরেই মান্থার বাড়ির কাছে পোস্টার লাগানোর ঘটনায় এফআইআর দায়ের করে লেক থানা। ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে বলেই জানা গিয়েছে ।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর