বাংলা হান্ট ডেস্কঃ গতবছর থেকে রাজ্যে নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) নিয়ে তোলপাড়। আদালতের নির্দেশে একজোটে তদন্ত চালাচ্ছে দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ও সিবিআই। বুধবার কলকাতা হাইকোর্টে নিয়োগ দুর্নীতির এক মামলার প্রেক্ষিতে সিবিআই জানায়, তদন্ত করতে গিয়ে অনেকে ক্ষেত্রে তাদের বাধা পেতে হচ্ছে। এরপরই রাজ্যের মুখ্যসচিবের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) কাছে বার্তা পাঠান কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Ganguly)।
বাংলার নিয়োগ দুর্নীতির তদন্ত করা সিবিআই ও ইডি অফিসারদের বিরুদ্ধে আদালতের অনুমতি ছাড়া কোনও অভিযোগ বা FIR রুজু করতে পারবে না। মুখ্যসচিবের মাধ্যমে মুখ্যমন্ত্রীর বার্তা বিচারপতির। অনুমতি ছাড়া কেউ সিবিআই এবং আধিকারিকের বিরুদ্ধে যেন কোন পদক্ষেপ না করে এই নিয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন জাস্টিস গাঙ্গুলি।
প্রসঙ্গত, কুন্তল ঘোষের চিঠি মামলায় আলিপুর বিশেষ CBI আদালতের রায়ের ওপর স্থগিতদেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা। বুধবার এই সংক্রান্ত একটি মামলার শুনানিতে বিচারপতি গঙ্গোপাধ্যায় বিশেষ সিবিআই আদালতের বিচারক অর্পণ চট্টোপাধ্যায়ের ভূমিকায় সন্দেহ প্রকাশ করেন বিচারপতি।
আরও পড়ুন: বার বার একই আর্জি! পার্থের উপর খড়গহস্ত বিচারক, হল জরিমানা, কত টাকা দিতে হবে বিধায়ককে?
এদিন শুনানিতে আদালতে উপস্থিত ছিলেন CBI ও ED মিলিয়ে তৈরি হওয়া SIT-র প্রধান অশ্বিন সেনভি। তার কাছে বিচারপতি প্রশ্ন করেন, আজ রাজ্যে কোথাও তল্লাশি চলছে কিনা। পাশাপাশি তদন্ত করতে গিয়ে কোনও প্রতিকূলতা আসছে কিনা সেই বিষয়েও প্রশ্ন করা হয়।
আরও পড়ুন: কনস্টেবল নিয়োগেও দুর্নীতি! ৮৪১৯ পদে নিয়োগের প্যানেল বাতিল করে দিল হাইকোর্ট, তোলপাড় রাজ্যে
আদালতে উঠে আসে কুন্তল ঘোষের প্রসঙ্গ উঠে আসে। SIT-র প্রধান বলেন কুন্তলকে জেলে গিয়ে জেরা করার সময় বাধা দেওয়া হয়। পাশাপাশি ধৃত কুন্তলের চিঠির জন্যও বিভিন্ন আদালতে তাদের হাজিরা দিতে হচ্ছে। যার কারণে মূল মামলায় মনোনিবেশ নষ্ট হচ্ছে।
এরপরই দুর্নীতির বিরুদ্ধে Zero Tolerance নীতি নিয়ে চলার বার্তা দেন বিচারপতি। বিচারপতির নির্দেশ, “কলকাতা বা রাজ্য পুলিশ সিট প্রধান বা কোনও সিবিআই আধিকারিকের বিরুদ্ধে আদালতের অনুমতি ছাড়া কোনও পদক্ষেপ গ্রহণ করতে পারবে না। কোনও FIR দায়ের করা যাবে না। নিম্ন আদালতও কোনও পদক্ষেপ করতে পারবে না।’ রাজ্যের মুখ্যসচিবের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীকে বার্তা দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।