বাংলা হান্ট ডেস্ক: রেশন বন্টন দুর্নীতি মামলায় (Ration Scam Case) গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick) ও তার ‘ঘনিষ্ঠ’ ব্যবসায়ী বাকিবুর রহমান। গ্রেফতারের পর থেকে এই দুজনার যোগসূত্র নিয়ে শোরগোল। ইডির অভিযোগ ছিল জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রী ও মেয়ের অ্যাকাউন্টে বিপুল পরিমাণ টাকা পাঠিয়েছে বাকিবুর। আর এবার খোদ মন্ত্রীমশাই সেই কথা নাকি স্বীকার করে নিয়েছেন। এমনই দাবি ইডি।
ইডি সূত্রে খবর, হেফাজতে কড়া জেরার মুখে গত ৩ নভেম্বর জ্যোতিপ্রিয় মল্লিক স্বীকার করে নিয়েছেন যে তিনি বাকিবুর রহমানের কাছে থেকে ৯ কোটি টাকা ঋণ বাবদ নিয়েছিলেন। যা তার বদলে তার স্ত্রী ও মেয়ের অ্যাকাউন্টে ঢুকেছিলো। সেই লোন নেওয়ার সময় কোনও সিকিউরিটি বা চুক্তি হয়নি। এবার বাকিবুরকে সেই টাকা আর ফেরতও দেওয়া হয়নি। ইডি জেরায় বিস্ফোরক স্বীকারোক্তি মন্ত্রীর।
গত শনিবার রেশন মামলায় ধৃত ব্যবসায়ী বাকিবুর রহমানকে আদালতে পেশ করলে জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রী ও মেয়ের অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রসঙ্গ তোলে ইডি। এই বিষয়ে বাকিবুরকে তারা সংশোধনাগারে গিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি চান। সূত্রের খবর ইডির সেই আবেদন মঞ্জুর করেছে আদালত।
আরও পড়ুন: কেন এত গুরুত্বপূর্ণ কালীঘাটের কাকুর কণ্ঠস্বর? কার কার নাম ফাঁস হবে? জানলে আকাশ থেকে পড়বেন
ওদিকে একদিন আগেই আজ জ্যোতিপ্রিয় মল্লিককে আজই ব্যাঙ্কশাল কোর্টে তোলা হয়। যদিও বাকিবুর রহমানের কাছ থেকে ৯ কোটি টাকা নেওয়ার বিষয়টি এদিন তুড়ি মেরে উড়িয়ে দেন মন্ত্রী। এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ওসব গল্প ছেড়ে দিন’।
এদিন ইডি আদালতে ইডির আইনজীবী বলেন, ‘আমরা জেলে গিয়ে ওনাকে জেরা করতে চাই। বয়ান রেকর্ড করার জন্য ডিজিটাল ডিভাইস নিয়ে যাওয়ার দেওয়া হোক।’ এদিকে পাল্টা জ্যোতিপ্রিয়র আইনজীবী বলেন, ইডি হেফাজতে তার মক্কেলের শারীরিক অবস্থার দিন দিন অবনতি হচ্ছে। এতটাই খারাপ যে তাকে এখন কোনও সরকারি হাসপাতালে রেখে চিকিৎসা করা প্রয়োজন। পাল্টা ইডির আইনজীবী বলেন, কমান্ড হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা স্থিতিশীল।