কালই হারিয়েছেন মন্ত্রিত্ব! গ্রেফতারির ১১৩ দিন পর এই প্রথম যা কাণ্ড ঘটালেন জ্যোতিপ্ৰিয়, শোরগোল

বাংলা হান্ট ডেস্কঃ গত বছর পুজোর মাসে রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্ৰিয় মল্লিক। ইডির হাতে গ্রেফতার হওয়ার সময় তিনি ছিলেন রাজ্যের বনমন্ত্রী। যদিও শুক্রবার মন্ত্রিত্ব ঘুচেছে জ্যোতিপ্রিয়র (Jyotipriya Mallick)। গ্রেফতারির সাড়ে তিন মাস পর রাজ্যের বনমন্ত্রী এবং শিল্পোদ্যোগ মন্ত্রীর পদ থেকে সরানো হয় জেলবন্দি জ্যোতিপ্রিয় মল্লিককে (Jyotipriya Mallick Expelled Form His Ministry)। আর তার একদিন পরই জামিন চেয়ে আদালতের দ্বারস্থ তৃণমূলের বালু।

গ্রেফতার হওয়ার ১১৩ দিন পর এই প্রথম জামিনের আবেদন করলেন জ্যোতিপ্রিয়। শনিবার কলকাতার নগর দায়রা আদালতে জামিনের আর্জি জানান রেশন দুর্নীতিতে ধৃত জ্যোতিপ্ৰিয় মল্লিক। জামিনের আবেদন করে মূলত দুটি যুক্তি দিয়েছেন বালু। আদালতে প্রাক্তন মন্ত্রী জানিয়েছেন, তিনি শারীরিকভাবে অসুস্থ। তাই সেই প্রেক্ষিতে তাকে জামিন দেওয়া হোক।

প্রসঙ্গত, গত ২৭ অক্টোবর টানা জিজ্ঞাসাবাদ ও তল্লাশির পর জ্যোতিপ্রিয়কে গ্রেফতার করেছিল ইডি। তার পর বেশ কিছুদিন ইডি হেফাজতে ছিলেন তিনি। তারপর হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় বেশ কিছু দিন হাসপাতালে কিছু দিন থাকতে হয় তাকে। আপাতত জেল হেফাজতেই রয়েছেন জ্যোতিপ্ৰিয়। উল্লেখ্য, গ্রেফতার হওয়ার পর থেকে এক বারের জন্যও জামিনের আবেদন করেননি বালু। এই প্রথম জামিনের আর্জি করেছেন তিনি। আগামী ২০ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা।

জ্যোতিপ্ৰিয় মল্লিকের বিরুদ্ধে রেশন দুর্নীতিতে সরাসরি যুক্ত থাকার অভিযোগ উঠেছে। ইডির দাবি ধৃত তৃণমূল নেতা শঙ্কর আঢ্যর যোগসাযোগে দুর্নীতির কালো টাকা সাদা করেছেন জ্যোতিপ্ৰিয়। ইডির দাবি বিদেশি মুদ্রায় কনভার্ট করানোর জন্য ধৃত শঙ্করের সংস্থাগুলিতে অন্তত ২০ হাজার কোটি টাকা জমা পড়েছে। যার মধ্যে ৯-১০ হাজার কোটি টাকা মন্ত্রী জ্যোতিপ্রিয়ের বলে আদালতে দাবি করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

balu 7

আরও পড়ুন: ডেপুটি সলিসিটর জেনারেল পদ থেকে অপসারিত বিল্বদল ভট্টাচার্য, আগে ছিলেন শুভেন্দুর আইনজীবী

এদিকে গতকালই রাজ্যের বনমন্ত্রী এবং শিল্পোদ্যোগ মন্ত্রীর পদ থেকে সরানো হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিককে। শুক্রবার রাজভবনের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, জ্যোতিপ্রিয় মল্লিকের বদলে এখন থেকে ওই দুই দফতরের দায়িত্বে থাকবেন বিরবাহা হাঁসদা এবং পার্থ ভৌমিক।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর