বাংলা হান্ট ডেস্কঃ বুধবার জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (Jyotiraditya Scindia) ভোপালে পৌঁছান। সেখানে বিজেপির (BJP) কর্মীরা ওনাকে স্বাগত জানায়। বিজেপির কার্যালয়ে নিজের ভাষণে সিন্ধিয়া বলেন, ‘আজ আমার জন্য খুব ভাবুক দিন। আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি, কারণ বিজেপি আমার জন্য দরজা খুলে দিয়েছে। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং জেপি নাড্ডার মতো মানুষ আমাকে আশীর্বাদ দিয়েছেন।”
উনি আরও বলেন, ‘আজ আমার কাছে খুব ভাবাত্মক দিন, কারণ যেই সংগঠন আর পরিবারে আমি ২০ বছর কাটিয়েছি, যেখানে আমি পরিশ্রম করেছি, সেইসব পিছনে ছেড়ে আমি নিজেকে আপনাদের উপর ছেড়ে দিলাম।”
সিন্ধিয়া বলেন, সবার লক্ষ্য রাজনীতি হয়, কিন্তু আমি গর্ব করে বলছি যে, অটলজি হোক, মোদীজি হোক আমার ঠাকুমা রাজমাতা হোক আর আমার বাবা’ই হোক, আমাদের সবার লক্ষ্য জনতার সেবা করা। উনি বলেন, আমাদের কাছে চেয়ার আর পদ গুরুত্বপূর্ণ নয়। সন্মান আর পরিচয় গুরুত্বপূর্ণ।
উনি শিবরাজ সিং চৌহানের ব্যাপারে বলেন, ২০১৮ সালে ওনার বিরুদ্ধে লড়েছি, কিন্তু আজ আমরা একসাথে। মতভেদ আর হবেনা। বিপক্ষে বসেও আমি বলতে পারি, শিবরাজ সিং এর মতো পরিশ্রমী আর সমর্পিত মানুষ আর কেউ নেই। শিবরাজ জি আর আমি মিলে একে একে ১১।