কংগ্রেসের অস্তিত্ব বিপন্ন নয়, দলের আত্মচিন্তন দরকার বলছেন কমলনাথ

বাংলা হান্ট ডেস্কঃ চার রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের গত বিধানসভা নির্বাচনে হতাশাজনক প্রদর্শন করেছে কংগ্রেস । একদিকে যেমন আশানুরূপ প্রদর্শন করতে পারেনি গেরুয়া শিবির, তেমনি অন্যদিকে হতাশ করেছে কংগ্রেসও। পশ্চিমবাংলায় যেমন খাতাই খুলতে পারেনি তারা তেমনই হাতছাড়া হয়েছে আসাম, পুদুচেরি, কেরলাও। স্বাভাবিকভাবেই কংগ্রেস নেতৃত্ব এখন বড়োসড়ো প্রশ্নের মুখে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে এমনিতেই মোদি ঝড়ের সামনে দাঁড়াতে পারেনি কংগ্রেস।

তবে বিধানসভা নির্বাচন গুলিতে ছবিটা অনেকটাই বদলেছে অন্যান্য আঞ্চলিক দলগুলির ক্ষেত্রে। মোদি ঝড়ও এখন কিছুটা ম্রিয়মাণ। কিন্তু তাতে কোন বদল আসেনি ভারতবর্ষের সবচেয়ে পুরনো দল কংগ্রেসের প্রদর্শনে। ক্রমাগত হতাশাজনক ফলাফল করেই চলেছে তারা। এদিন সংবাদমাধ্যম “আজ তকে” নির্বাচনী ফলাফল নিয়ে আলোচনা করতে গিয়ে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথকে সেই প্রশ্নই করেন সাংবাদিক প্রভু চাওলা। চাওলা বলেন, “আপনারা প্রত্যেকটি রাজ্যের হতাশাজনক প্রদর্শন করেছেন। কংগ্রেস তো প্রায় আইসিইউতে পৌঁছে গেছে। ”

এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে কমলনাথ বলেন, “একথা একদম ঠিক যে পার্টি ভালো প্রদর্শন করতে পারেনি। এর জন্য আত্মসমীক্ষা প্রয়োজন। আসামে আমরা হেরেছি কেরলেও হেরেছি। তবে বিজেপিও তো হেরেছে। বাংলায় ওরা দু’শোর বেশি আসন পাওয়ার দাবি করেছিল, কিন্তু শেষমেশ কি হলো? কংগ্রেসের অস্তিত্ব মোটেই বিপন্ন নয়। পার্টির আত্মচিন্তন করা প্রয়োজন। ”

তিনি আরও যোগ করেন,”সবার জন্য খারাপ সময় আসে। ১৯৮৪ সালে বিজেপির ওই একই অবস্থা ছিল। ২০০৪ সালে যখন আমি কংগ্রেসের মুখ্যমন্ত্রী ছিলাম, সবাই ব্যঙ্গ করতেন। সুষমা স্বরাজ বলেছিলেন তিনি চুল কেটে ফেলবেন। কেউ কেউ বলেছিল এন আর আই হয়ে যাবেন। তখন সোনিয়া গান্ধীর প্রতিপক্ষ ছিলেন অটলজী।অটলজীকে লোকে ভালবাসত। কিন্তু এই সোনিয়া গান্ধীই তাকে ঘরে বসিয়ে দিয়েছিলেন।”

২০২৪ সালে মমতা ব্যানার্জিকে বিরোধী পক্ষের প্রধান মুখ বানানো উচিত কিনা তা নিয়েও এদিন কমলনাথকে প্রশ্ন করেন চাওলা। প্রশ্নের উত্তরে কমলনাথ বলেন, সকলের একসঙ্গে বসে বৈঠক করা উচিত। সোনিয়াজীর উচিত মমতাজীর সঙ্গে কথা বলা। সোনিয়াজীও জানেন দেশের বর্তমান পরিস্থিতি কি। প্রভু চাওলা এরপর প্রশ্ন করেন আপনার কি মনে হয় না, দেশের সবচেয়ে বড় বিরোধী দল হয়েও আপনারা লাগাতার ব্যার্থ হয়েছেন? বিশেষত কোভিডের ক্ষেত্রেও বিপক্ষ দল হিসেবে আপনাদের যা যোগদান রাখার কথা ছিল তাতেও আপনারা কি ব্যর্থ হন নি?

উত্তরে কমলনাথ বলেন, আমরা বর্তমানে সরকারে নেই। আমরা কি যোগদান রাখব।মধ্যপ্রদেশ নিয়েই বলি আর দেশের সম্পর্কেই বলি, দেশ এখন সরকারের ভরসায় নেই রয়েছে ভগবানের ভরসায়। বেডের জন্য লাইন, অক্সিজেনের জন্য লাইন, শশ্মান, কবরস্থানে অবধি লাইন আর আপনি বলছেন কংগ্রেস কিছু করছে না?

 


Abhirup Das

সম্পর্কিত খবর