বাংলাহান্ট ডেস্ক: একুশের বিধানসভা নির্বাচন নিয়ে প্রথম থেকেই উত্তেজনার পারদ ছিল চড়া। দেখতে দেখতে সাত দফার ভোট শেষ বাংলায়। বাকি আর মাত্র এক দফা। কিন্তু এখনো রাজনৈতিক দল ও তাদের প্রার্থীদের নিয়ে বিতর্ক অব্যাহত রয়েছে।
এই বিতর্কেই নতুন সংযোজন তৃণমূল (tmc) ও বিজেপির কয়েকজন প্রথম সারির নেতা তথা প্রার্থী সহ সদ্য রাজনীতিতে যোগ দেওয়ার তারকা প্রার্থীদের ব্যক্তিগত ফোন নম্বর ফাঁস। সোশ্যাল মিডিয়ায় একটি পেজের তরফে ফাঁস করে দেওয়া হয় সবার নম্বর।
তালিকায় যেমন রয়েছেন রাজ চক্রবর্তী (raj chakraborty), কাঞ্চন মল্লিক (kanchan mullick), সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, শ্রাবন্তী চ্যাটার্জি, কৌশানি মুখার্জিরা তেমনি রয়েছে মুকুল রায়, শুভেন্দু অধিকারীদের ফোন নম্বরও। সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত ফোন নম্বর ফাঁস হওয়ায় একের পর এক ফোন ঢুকছে তারকাদের ফোনে। তিতিবিরক্ত রাজ চক্রবর্তী সংবাদ মাধ্যমের কাছে ক্ষোভ উগরে দিয়েছেন।
এবার সেই পথে হেঁটেছেন তৃণমূলের আরেক তারকা প্রার্থী কাঞ্চন মল্লিকও। তিনি বলেন, এখনো তাঁরা নির্বাচিত প্রার্থী নন। তার আগেই সোশ্যাল মিডিয়ায় তাঁদের ব্যক্তিগত নম্বর ফাঁস করে দেওয়া অসভ্যতা। শুধু বিজেপি ও তৃণমূলের প্রার্থীদের নম্বরই কেন দেওয়া হল? প্রশ্ন তোলেন কাঞ্চন।
তাঁর প্রশ্ন, দেবদূত ঘোষ, শ্রীলেখা মিত্র, বাদশা মৈত্রর নাম্বার কেন দেওয়া হল না? এতেই স্পষ্ট হয় বাম দলেরই কারসাজি এটা, দাবি কাঞ্চনের। তারকা প্রার্থীর এমন মন্তব্যের পরেই আরেকটি মেসেজ ঢোকে তাঁর ফোনে যেটির স্ক্রিনশট তিনি শেয়ার করেছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে।
মেসেজে লেখা হয়েছে, ‘এই কাঞ্চন মল্লিক আপনাকে বলছি। আপনি নাকি আজ বিষ্ফোরক মন্তব্য করেছেন যে দেবদূত, শ্রীলেখা আর বাদশার নম্বরটা দিল না কেন। বলছি কারণ ওরা আসনার মতো ধান্দাবাজ না। শ্রমজীবী ক্যান্টিনের সময় এরাই সবার পাশে ছিল আপনি নন। আর একজন বাদে বাকি দুজন ভোটে দাঁড়াননি। তাও মানুষের পাশে আছেন। আপনার মতো সুবিধাবাদী তো না। গিয়ে রাজ চক্কোত্তি আর রুদ্রনীলের সঙ্গে বসে লুডো খেলুন। এটাই শোভা পায় বিজেমূলের কাছে।’
স্ক্রিনশটটি শেয়ার করে ফের একদফা ক্ষোভ উগরে দিয়েছেন কাঞ্চন। তাঁর বক্তব্য, ‘কারোরই নাম্বার বিনা অনুমতিতে ভাইরাল করতে নেই। সেবা করা মানে কোনো রাজনৈতিক দল বা রঙ নয়। যেটা করা হয়েছে সেটা সম্পূর্ণ অসৎ উদ্দেশ্যে করা হয়েছে।’