বাংলাহান্ট ডেস্ক: টুইটারে ফিরেই বলিউডের বিরুদ্ধে তোপ দাগা শুরু করে দিয়েছিলেন কঙ্গনা রানাওয়াত (Kangana q)। ব্যবসার অঙ্কের প্রতি ইন্ডাস্ট্রির বরাবরের মোহ, সেই প্রবণতাকেই কটাক্ষ করেছিলেন অভিনেত্রী। পরপর টুইটে ক্ষোভ উগরে দেওয়ার পাশাপাশি আসল শিল্পীদের করণীয়টাও বুঝিয়ে দিয়েছিলেন তিনি। কিন্তু পরের দিনই হঠাৎ সুর বদলে ফেললেন কঙ্গনা। শাহরুখ খানের (Shahrukh Khan) ‘পাঠান’ (Pathan) এর প্রশংসায় পঞ্চমুখ হলেন তিনি।
সম্প্রতি নিজের আসন্ন ছবি ‘এমার্জেন্সি’র শুটিং শেষ করেছেন কঙ্গনা। শুট শেষের পার্টিতে ‘কুইন’ এর মুখে উঠে এল পাঠানের নাম। তিনি বলেন, “পাঠান ভাল করছে। এই ধরণের ছবি চলা উচিত। আর হিন্দি ইন্ডাস্ট্রি যেহেতু পিছিয়ে পড়েছে তাই সবাই নিজের সাধ্যমতো চেষ্টা করছে। এমার্জেন্সির আরেক অভিনেতা অনুপম খেরও বলেন, পাঠান অনেক বড় ছবি। একটা বিশাল বাজেটের উপরে তৈরি।
একদিন আগেই কিন্তু অন্য রকম সুর শোনা গিয়েছিল কঙ্গনার কথায়। সরাসরি বলিউড এবং পরোক্ষ ভাবে ‘পাঠান’কেই কটাক্ষ করেছেন কঙ্গনা। একের পর এক টুইটে শ্লেষ মিশিয়ে তিনি লিখেছিলেন, ফিল্ম ইন্ডাস্ট্রি এতই বোকা এবং অভদ্র যে সিনেমার সাফল্য বোঝাতে টাকার অঙ্ক দেখায়।
কঙ্গনার কথায়, শিল্পের উৎপত্তি মন্দিরে। তারপর তা পৌঁছেছে সাহিত্য, থিয়েটার, সিনেমায়। কিন্তু সিনেমা ইন্ডাস্ট্রি লক্ষ লক্ষ, কোটি কোটি টাকা কামানোর জায়গা নয়। শিল্পীরাই পূজিত হন, ইন্ডাস্ট্রিয়ালিস্টরা নন। তাই শিল্পীরা যদি দেশের শিল্প, সংষ্কৃতিকে নষ্ট করে তাহলে সেটা যেন অন্তত লজ্জাহীন ভাবে না করেন। অনেকেই মনে করেছিলেন পরোক্ষে পাঠানের উদ্দেশেই ছিল কটাক্ষটা। তবে এখন তাঁকে শাহরুখের ছবির সাফল্য স্বীকার করতে দেখে খুশি সিনেপ্রেমীরা।