পয়গম্বরকে নিয়ে বিতর্কিত মন্তব‍্য, সবার বিরুদ্ধে গিয়ে বিজেপির নুপূর শর্মার পাশে দাঁড়ালেন কঙ্গনা

বাংলাহান্ট ডেস্ক: হজরত মহম্মদকে নিয়ে ‘অবমাননাকর’ মন্তব‍্য করার অভিযোগে বিজেপি নেত্রী নুপূর শর্মাকে (Nupur Sharma) সাসপেন্ড করে দেওয়া হয়েছে পার্টির তরফে। একটি টিভি চ‍্যানেলের অনুষ্ঠানে পয়গম্বরকে নিয়ে বিতর্কিত মন্তব‍্য করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। নিজের রাজনৈতিক দলই যখন নুপূরের বিরুদ্ধে, তখন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে (Kangana Ranaut) পাশে পেলেন তিনি।

নুপূরের বিতর্কিত মন্তব‍্য

সম্প্রতি একটি টেলিভিশন চ‍্যানেলে আয়োজিত তর্ক বিতর্ক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন নুপূর। সেখানেই উত্তেজনার বশে পয়গম্বর হজরত মহম্মদকে নিয়ে এক ‘অপমানজনক’ মন্তব‍্য করে বসেন তিনি। তাঁয সেই মন্তব‍্য নিয়ে সমালোচনার ঝড় ওঠে রাজনৈতিক মহলে। শুধু তাই নয়, মধ‍্য প্রাচ‍্যের মুসলিম প্রধান দেশগুলিতেও ভারতের বিরুদ্ধে ক্ষোভের সঞ্চার হয়।

nupur bjp

পাশে দাঁড়ালেন কঙ্গনা

একে একে সকলেই যখন নুপূরের পাশ থেকে সরে যাচ্ছিলেন তখন বিজেপি নেত্রীকে সমর্থন করেই সুর চড়ালেন কঙ্গনা। ‘চরম ডানপন্থী’ রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী বলে পরিচিতি আছে কঙ্গনার। কেন্দ্রের পক্ষ নিয়ে বহুবার বিরোধীদের একহাত নিতে দেখা গিয়েছে তাঁকে।

কিন্তু কঙ্গনা বরাবরই ব‍্যতিক্রমী। নিজের যেটা ঠিক সেটাই মনে করে চলেন। এবার নুপূরের পাশে দাঁড়িয়ে তাঁকেই সমর্থন করলেন অভিনেত্রী। কঙ্গনার সাফ বক্তব‍্য, ‘নুপূরেরও নিজস্ব মতামত জানানোর অধিকার রয়েছে। ওঁকে সব ধরণের হুমকি দেওয়া হচ্ছে। যখন হিন্দু দেবদেবীরা অপমানিত হয়, যা প্রায় প্রতিদিনই হয়, তখন আমরা আদালতে যাই। দয়া করে সেটাই করুন। নিজেরা ডন হয়ে ওঠার কোনো দরকার নেই।’

Screenshot 2022 06 08 12 40 05 444 com.instagram.android
এটা আফগানিস্তান নয়

নুপূরের হয়ে কঙ্গনা আরো বলেন, “এটা আফগানিস্তান নয়। আমাদের কাছে সম্পূর্ণ সক্রিয় এক সরকার রয়েছে যা প্রজাতন্ত্রের মাধ‍্যমে নির্বাচিত হয়। যারা বারবার এটা ভুলে যান তাদের মনে করিয়ে দিলাম।”

প্রসঙ্গত, কিছুদিন আগেই ‘ধাকড়’ ছবিটি ফ্লপ হওয়া নিয়ে ট্রোলের শিকার হয়েছিলেন কঙ্গনা। অত‍্যন্ত খারাপ ফল করায় মুক্তির পরপরই প্রেক্ষাগৃহগুলি থেকে তুলে দেওয়া হয় কঙ্গনার ছবি। তবে তা দমাতে পারেনি অভিনেত্রীকে।


Niranjana Nag

সম্পর্কিত খবর