বাংলাহান্ট ডেস্ক: একা শাহরুখ খান পুত্র আরিয়ান খান না, আন্তর্জাতিক তারকা জ্যাকি চ্যানের (jackie chan) ছেলেও একবার ধরা পড়েছিলেন মাদক কাণ্ডে। ছেলের কুকীর্তিতে সেবার নিজে সর্বসমক্ষে ক্ষমা প্রার্থনা করেছিলেন জ্যাকি। আরিয়ানের গ্রেফতারির পর এই পুরনো ঘটনা ফের একবার উসকে দিয়েছেন কঙ্গনা রানাওয়াত (kangana ranawat)।
২০১৪ সালে মাদক কাণ্ডে ধরা পড়েছিলেন জ্যাকি চ্যানের ছেলে জেসি। বেজিংয়ে তাঁর অ্যাপার্টমেন্ট থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছিল পুলিস। গ্রেফতার হয়েছিলেন জ্যাকির পুত্র। এই ঘটনার পরেই প্রকাশ্যে ছেলের কুকর্মের জন্য ক্ষমা চেয়েছিলেন অভিনেতা। নিজের চিনা ভাষার মাইক্রোব্লগে তিনি লিখেছিলেন, ‘একজন পরিচিত মুখ হওয়ায় আমি লজ্জিত ও বিধ্বস্ত। বিশেষ করে ওর মা একেবারেই ভেঙে পড়েছেন। জেসির সঙ্গে আমিও জনতার কাছে ক্ষমাপ্রার্থনা করছি।’
এই পুরনো খবরের স্ক্রিনশট ফের নিজের ইনস্টা স্টোরিতে শেয়ার করে কঙ্গনা হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন, ‘এমনিই বলছি’। কারোর নাম না নিলেও বুঝতে অসুবিধা হয়না যে আরিয়ান ও শাহরুখকে ঠুকেই পোস্টটি শেয়ার করেছেন অভিনেত্রী। দিন কয়েক আগেই এই প্রসঙ্গে হৃতিক রোশনকে একহাত নিয়েছিলেন তিনি।
কিং খান পুত্রের পাশে দাঁড়িয়ে খোলাখুলি চিঠি লিখেছিলেন হৃতিক। তাঁর মতে, আরিয়ান স্বয়ং ঈশ্বরের দ্বারা নির্বাচিত। কারণ নির্বাচিতদেরই সবথেকে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয়। যেটা এখন আরিয়ানকে সম্মুখীন হতে হচ্ছে। কিন্তু এতে আখেরে তাঁর লাভই হবে বলে মনে করেন হৃতিক। কারণ আগুনে জ্বলেই ভেতরের খাঁটি মানুষটা বেরিয়ে আসবে আরিয়ানের।
হৃতিকের এই চিঠির পালটা দিয়েই কঙ্গনা লেখেন, ‘এখন সব মাফিয়া পাপ্পুরা এগিয়ে আসছে আরিয়ান খানের সমর্থনে। আমরা ভুল করি ঠিকই কিন্তু সেগুলো নিয়ে সুখ্যাতি করা উচিত নয়। আশা করি এতে নিজের ভুলগুলো নিয়ে প্রায়শ্চিত্ত করতে শিখবে আরিয়ান। আশা করি এতে ও আরো মজবুত হয়ে উঠবে। কারোর খারাপ সময়ে তাকে নিয়ে গসিপ করা উচিত নয়, কিন্তু তাই বলে তার ভুলগুলোকেও ঠিক বলা আরো বড় অন্যায়।’