হাতে কাজ নেই বলেই ট্রোল করে সময় কাটায়, বেফাঁস ‘বেগমসাহেবা’ করিনা

বাংলাহান্ট ডেস্ক: ফের একবার অনলাইন ট্রোলিং (troll) নিয়ে সরব হলেন করিনা কাপুর খান (kareena kapoor khan)। দীর্ঘ লকডাউনে বাড়িতে বসে থেকে মানুষ ক্লান্ত হয়ে পড়েছে। তাদের হাতে কোনো কাজও নেই। সেই কারনেই তারকাদের নিয়ে ট্রোল করছে তারা। এমন ভাবেই নেটিজেনদের বিরুদ্ধে তেড়ে উঠলেন অভিনেত্রী।

করিনার বক্তব‍্য, করোনা পরিস্থিতিতে অনেক মানুষই কর্মহীন হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে বাড়িতে বসে তাদের হাতে কোনো কাজও নেই। তাই সময় কাটানোর জন‍্যই বিভিন্ন তারকাদের নিয়ে সমালোচনা, ট্রোল করছেন তারা। হাতে কোনো কাজ না থাকায় এভাবেই নিজেদের জীবনটাকে তারা উত্তেজক করে তুলছে।

Kareena Kapoor Khan 5
বলিউডের নেপোটিজম বিতর্ক নিয়েও মন্তব‍্য করতে দেখা গিয়েছে বেবোকে। তাঁর সাফ কথা, টানা ২১ বছর ধরে তিনি কাজ করছেন ইন্ডাস্ট্রিতে। যদি শুধুমাত্র তারকা সন্তান হওয়ার কারনেই তিনি বলিউডে জায়গা পেতেন তাহলে এত বছর ধরে টিকে থাকতে পারতেন না। দর্শকরাই তাকে ভালবাসা দিয়ে এই জায়গা দিয়েছেন বলে মন্তব‍্য করেন করিনা।

এর আগেও সুশান্তের মৃত‍্যুর পর বলিউডে নেপোটিজম বিতর্ক নিয়ে সরব হতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। সেই সময় তিনি বলেছিলেন, “শুনতে আজব লাগলেও স্ট্রাগল আমিও করেছি। কিন্তু সেটা তার সঙ্গে তুলনা করা চলে না যে পকেটে ১০ টাকা নিয়ে ট্রেনে যাতায়াত করে। তেমন স্ট্রাগল আমাকে করতে হয়নি আর তাতে আমার কিছু করারও নেই।”

করিনার মতে, দর্শকরাই শেষ অবধি ঠিক করে কারা ইন্ডাস্ট্রিতে টিকে থাকবে, কে স্টার হবে। অক্ষয় কুমার, শাহরুখ খানের বলিউডে কোনও চেনা পরিচিত ছিল না কিন্তু তাঁরাই এখন সুপারস্টার। অভিনেত্রী বলেন, “দর্শকরাই আমাদের তৈরি করে আবার তারাই আমাদের দিকে আঙুল তোলে। আপনি যাচ্ছেন কেন ছবি দেখতে? যাবেন না। কেউ জোর করেনি আপনাকে। এই আলোচনাটাই আমার অদ্ভূত লাগছে।”

Niranjana Nag

সম্পর্কিত খবর