পাক অধিকৃত কাশ্মীর পাকিস্তানের একটি জঙ্গি নিয়ন্ত্রিত এলাকা: বিপিন রাওয়াত, সেনা প্রধান

Published On:

বাংলা হান্ট ডেস্ক : বালাকোট এয়ার স্ট্রাইকের পর থেকে ভারতের উপর বদলা নিতেই জঙ্গি গোষ্ঠীদের মদত যোগাচ্ছে পাক সরকার তার উপরে আবার পাক অধিকৃত কাশ্মীরকে ভারত ভুক্তি করণের ঘোষণার পর তেলে বেগুনে জ্বলে উঠেছে ইমরান খান প্রশাসন৷ ইতিমধ্যেই সীমান্তে লাগাতার উত্তেজনা ছড়িয়েছে পাক জঙ্গিরা৷ যদিও থেমে নেই ভারত কয়েক দিন আগেই ভারতীয় সেনারা কাশ্মীরে কয়েকটি জঙ্গি শিবির ধ্বংস করে কয়েকজন সেনাকে নিকেশ করেছে৷ তাই পাকিস্তান যতই ভারতকে চাপে রাখার চেষ্টা করুক না কেন ভারত পাল্টা জবাবে পাকিস্তানকে উচিত শিক্ষা দিয়েছে কিন্তু পাক অধিকৃত কাশ্মীরে এখন আর পাক প্রশাসনের অস্তিত্ব নেই

বরং পুরো অঞ্চলটাই পাক জঙ্গিরা দখল করে নিয়েছে এমনটাই মনে করছে ভারতীয় সেনাপ্রধান বিপিন রাওয়াত৷ শুক্রবার রাজধানীতে অবসরপ্রাপ্ত সেনানীদের একটি অনুষ্ঠান মঞ্চ থেকে বিপিন রাওয়াত কাশ্মীর অঞ্চল থেকে বেআইনি ভাবে পাকিস্তান দখল করে বসে আছে বলে জানান পাশাপাশি কাশ্মীর অঞ্চলটি পাক জঙ্গিরা দখল করে নিয়েছে এবং সেটি পাকিস্তানের একটি জঙ্গি নিয়ন্ত্রিত এলাকায় পরিণত হয়েছে বলে জানান বিপিন রাওয়াত৷

একই সঙ্গে তিনি আরও জানান পাক অধিকৃত কাশ্মীর ও গিলগিট বাল্টিস্তান কাশ্মীরের মধ্যে পড়ে তাই গিলগিট বাল্টিস্তান দখল করা ভূমি৷ উল্লেখ গত সেপ্টেম্বর মাস থেকে ভারতীয় সেনাপ্রধান বিপিন রাওয়াত সরকারকে পাক অধিকৃত কাশ্মীরের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে বলে জানান এবং, সেনারা সরকারের সিদ্ধান্ত মতোই কাজ করবে বলে জানিয়েছেন৷ পাশাপাশি বার বার পাক জঙ্গিদের হাত থেকে ভারতকে রক্ষা করার জন্য সদা তত্পর থাকার পরামর্শ দিয়েছেন বিপিন রাওয়াত৷

X