বাংলাহান্ট ডেস্কঃ করোনা সংকটকালে জম্মু কাশ্মীর (Jammu and Kashmir) থেকে উঠে এল এক মানবিকতার জ্বলন্ত উদাহরণ। লকডাউনের কারণে এক কাশ্মীরি পণ্ডিতের শেষকৃত্যে অংশ নিল মুসলিম সম্প্রদায়ের লোকেরা। ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের শোপিয়ানে।
মৃত কাশ্মীরি পণ্ডিত
সুত্র মারফত জানা যায়, ১১০ বছর বয়সী একজন কাশ্মীরি পণ্ডিত কাঁথা রাম বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর গত বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কিন্তু করোনা সংক্রমণের জেরে লকডাউনের কারণে সেভাবে কেউ এগিয়ে আসেনি তাঁর শেষকৃত্য করতে।
এগিয়ে আসে মুসলিম সম্প্রদায়
কাশ্মীরি পণ্ডিতের মৃত্যুর খবর পেয়ে এগিয়ে আসে শোপিয়ানের জৈনপুরার মুসলিম সম্প্রদায়ের লোকেরা। সম্পূর্ণ হিন্দু নিয়ম রীতি মেনে, হিন্দু মতেই মুসলিম সম্প্রদায়ের লোকেরা দাঁড়িয়ে থেকে ওই পণ্ডিতের শেষকৃত্য সম্পন্ন করেন। এই ঘটনা বর্তমান সময়ে নজির সৃষ্টি করেছে।
কাশ্মীরি মুসলিমদের মানবিকতা
তবে এই মুসলিম সম্প্রদায়ের লোকেদের এগিয়ে আসার ঘটনা এই প্রথম নয়। ৯০ শতকের গোড়ার দিকে উপত্যকার সংঘাতের পরেও তারা ওই অঞ্চলেই থেকে যায়। এর আগে উত্তর কাশ্মীরের বান্দিপোরার কালোসা গ্রামে কাশ্মীরি পন্ডিত মহিলার শেষকৃত্যেও তারা অংশ নিয়েছিলেন। এছাড়া লকডাউনের মধ্যে এক মৃত শিখ ব্যক্তিকেও তারা দাফন করেছিলেন।