বলিউডে ডেবিউ করলেন ক্যাটরিনার বোন ইসাবেল

বলিউডে অনেক দিন ধরেই জল্পনা চলছিল যে ক্যাটরিনা কাইফের বোন ইসাবেল ডেবিউ করবেন। এবার ইসাবেল পরিচালক এবার ইসাবেল পরিচালক এবার ইসাবেল পরিচালক ললিত বুটাননির ‘কাওবা’ ছবির দ্বারা বলিউডে পা রাখবেন তিনি। তার বিপরীতে দেখা যাবে আয়ুষ শর্মাকে।

ইসাবেল ও আয়ুষের ‘কাওথা’ ছবিটি ভারত ও মায়ানমারের সীমান্ত একটি ছোটো গ্রামকে কেন্দ্র করে এবং গ্রামটির নাম হলো কাওথা। ভারতীয় সেনাবাহিনীর একটি অসাধারণ অবদান জড়িয়ে রয়েছে সেই গ্রামের সঙ্গে। ছবির প্রযোজক, কাল্ট এন্টারটেনমেন্টের আদিত্য যোশী এই প্রসঙ্গে জানিয়েছেন যে বেশ ব্যতিক্রমী গল্প বলবে ইসাবেল-আয়ুষের ছবি ‘কাওথা’। কিন্তু কবে থেকে এই ছবির কাজ শুরু তা এখনো জানা যায়নি।

ইসাবেল শুধুই স্বজনপোষণের জন্য বলিউডের সুযোগ পেয়েছেন তা সুযোগ পেয়েছেন তা বলা ভুল হবে। নিউ ইয়র্কের লি স্ট্রাসবার্গ থিয়েটার অ্যান্ড ফিল্ম ইনস্টিটিউট-এ চার বছর পড়াশোনা করেছেন ইসাবেল। প্রকৃত অর্থেই প্রশিক্ষিত ও শিক্ষিত অভিনেত্রী যাকে বলে।

আয়ুষের প্রথম ছবি ‘লাভযাত্রী’ সেটি বক্স অফিসে অতটাও ভালো সাফল্য না ভাবার জন্য এইবারের ছবি তার কাছে অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ।

সম্পর্কিত খবর