বুদ্ধিজীবীদের মতামত এখন বাঙালির সন্ধ্যার বিনোদন, বিষ্ফোরক কৌশিক সেন

বাংলাহান্ট ডেস্ক: কৌশিক সেন (Kaushik Sen), কারোর কাছে তিনি সিনেমা, সিরিয়াল, থিয়েটার মঞ্চের দাপুটে অভিনেতা। কারোর কাছে ‘বুদ্ধিজীবী’, আবার কারোর কাছে শুধুই ‘উকিল বাবু’। ‘গোধূলি আলাপ’এ যে মানুষটাকে প্রতিদিন দেখে দর্শকরা, সেই মানুষটারই আবার থিয়েটারের মঞ্চে আলাদা রূপ আর প্রতিবাদের মঞ্চে আলাদা। সক্রিয় রাজনীতি থেকে অবশ্য তিনি সবসময় দূরেই থেকেছেন। কিন্তু সমাজ এবং রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে মতামত রেখে ‘বুদ্ধিজীবী’ তকমা এড়াতে পারেননি।

টেট উত্তীর্ণ চাকরির আশায় ধর্না দেওয়া মানুষদের পাশে গিয়ে দাঁড়ান তিনি, কখনো আবার মেডিক্যাল কলেজের ছাত্রছাত্রীদের পাশে। তাঁর অনেকগুলো সত্ত্বা। কিন্তু কৌশিক সেনের সাম্প্রতিক উপলব্ধি, তাঁদের মতামত আমজনতার কাছে স্রেফ সান্ধ্যকালীন বিনোদন।

kaushik sen artistes must have guts to say no to power structure 900x693 1

সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে অভিনেতা বলেন, প্রতিবাদী, বুদ্ধিজীবী কথাগুলো শুনে শুনে তিনি ক্লান্ত। রাজ্যের বর্তমান পরিস্থিতিতে এই কথাগুলোর কোনো মানেই নেই বলে মনে করেন তিনি। কৌশিক সেনের কথায়, তাঁদের মতামত এখন বাঙালি মধ্যবিত্ত পরিবারে সন্ধ্যার বিনোদনের পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক নেতাদের নিত্যদিনের চিৎকার চেঁচামেচির মাঝে তাঁদের বক্তব্য শুধু বৈচিত্র্য আনে মাত্র। কিন্তু সবময় দলীয় পরিচয়ের গণ্ডিতে ফেলে দেওয়ার ঘোর বিরোধী কৌশিক সেন।

বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় রাজ্যের শাসক বা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে নানান প্রতিবাদে সুর চড়াতে দেখা গিয়েছে কৌশিককে। বিষয়গুলো এড়ানো যায় না বলেই প্রতিবাদ করেন বলে জানিয়ে কৌশিক মন্তব্য করেন, এতে আদৌ কোনো লাভ হয় না। কারণ তাঁর মতে, শেষমেষ তাঁর প্রতিবাদও শাসক বা বিরোধী কোনো একটা ছাঁচে পড়ে যাবে।

এই মুহূর্তে বেশ কিছু কাজ নিয়ে ব্যস্ত কৌশিক সেন। ছোটপর্দায় গোধূলি আলাপ তো চলছেই। পাশাপাশি কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় মুক্তি পাচ্ছে তাঁর নতুন ছবি ‘কাবেরী অন্তর্ধান’। এছাড়াও নিজের নাট্যদল স্বপ্নসন্ধানীর ‘হ্যামলেট’ নাটক নিয়েও ব্যস্ত কৌশিক সেন।


Niranjana Nag

সম্পর্কিত খবর