করোনার রিপোর্ট এলো দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ গতকাল দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল (Arvind Kejriwal) শারীরিক সমস্যায় ভুগছিলেন। জ্বর এবং কাশিতে ভুগছিলেন তিনি। এরপর ডাক্তাররা ওনাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেন। আজ সকালে ওনার স্যাম্পেল নেওয়া হয় এবং করোনার পরীক্ষার জন্য পাঠানো হয়।

বিকেলে ওনার পরীক্ষার রিপোর্ট সামনে আসে। আর ওই রিপোর্টে বলা হয় যে, অরবিন্দ কেজরীবাল করোনা নেগেটিভ। করোনার রিপোর্ট সামনে আসার পর স্বস্তির নিঃশ্বাস ফেলেন মুখ্যমন্ত্রী কেজরীবাল।

আরেকদিকে, বিজেপির (Bharatiya Janata party) দিগগজ নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার (Jyotiraditya Scindia) শারীরিক সমস্যা দেখা দয়েছে। ওনাকে দিল্লীর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। হাসপাতাল সুত্র অনুযায়ী, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া করোনার চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, সিন্ধিয়া আর ওনার মা করোনা পজেটিভ আর বিগত চারদিন ধরে দিল্লীর সাকেতের হাসপাতালে চিকিৎসাধীন। শোনা যাচ্ছে যে, সিন্ধিয়ার শরীরে করোনার লক্ষণ পাওয়া গেছিল। কিন্তু ওনার মায়ের শরীরে করোনার কোন লক্ষণ ছিল না।

X