অসমের বন্যা কবলিত মানুষদের জন্য মন কেঁদে উঠেছে প্রাপ্তন ইংল্যান্ড অধিনায়ক কেভিন পিটারসেনের।

একদিকে করোনা তার উপর এসে পড়েছে বন্যা। এই দুইয়ের ফলে একেবারে উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে রয়েছে অসম রাজ্য। ভয়াবহ বন্যায় একেবারে নাজেহাল অবস্থা হয়েছে অসমের 26 টি জেলার। কয়েকদিন আগে অসমের এই ভয়াবহ পরিস্থিতিতে দেশবাসীকে অসমের পাশে দাঁড়ানোর জন্য প্রার্থনা করেছিলেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী।

অসমের ভয়াবহ বন্যার ফলে অসমের বিস্তীর্ণ এলাকা এই মুহূর্তে জলের তলায়। বন্যার ফলে লক্ষাধিক মানুষ ঘরছাড়া। বিভূষীকার ছায়া গ্রাস করেছে উত্তর পূর্ব ভারতের এই রাজ্যকে। বন্যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে অসমে অবস্থিত ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ অভয়ারণ্য কাজিরাঙ্গার। চূড়ান্ত বিপদের মুখে দাঁড়িয়ে কাজিরাঙ্গা অভয়ারণ্য বন্যপ্রাণীরা। এবার অসমের ভয়াবহ পরিস্থিতিতে অসমবাসীর জন্য প্রার্থনা করলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেভিন পিটারসেন।

IMG 20200722 093111

প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক কেভিন পিটারসেন গত মার্চ মাসে ভারতে এসে অসম গিয়েছিলেন। অসমের প্রাকৃতিক সৌন্দর্য তার মন কেড়ে নিয়েছিল। তাই অসমের ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখে মন কেঁদে উঠেছে কেভিন পিটারসেনের। নিজের অসম সফরের ছবি পোস্ট করে অসমবাসীর জন্য প্রার্থনা করলেন কেভিন পিটারসেন।


Udayan Biswas

সম্পর্কিত খবর