করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত হলেন খড়দহের তৃণমূল প্রার্থী কাজল সিনহা, শোকের ছায়া রাজ্য রাজনীতিতে

বাংলা হান্ট ডেস্কঃ এবার করোনায় প্রাণ কাড়ল শাসক দলের প্রার্থীর। খড়দহের তৃণমূল কংগ্রেস প্রার্থী কাজল সিনহা রবিবার সকালে করোনায় আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। উনি বেলেঘাটা আইডি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ওনার কেন্দ্রে ষষ্ঠ দফায় নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচন যুদ্ধে হার-জিত পরের বিষয়, কিন্তু এবার তিনি মারক এই ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে হার স্বীকার করলেন। ওনার আকস্মিক প্রয়াণে রাজ্য রাজনীতিতে শোকের ছায়া নেমে এসেছে।

kajal sinha 4

এটাই প্রথম নয় যে করোনা কোনও প্রার্থীর প্রাণ কেড়ে নিল। এর আগে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হক এবং মুর্শিদাবাদের জঙ্গিপুরের RSP প্রার্থী প্রদীপ নন্দীও করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন। এছাড়াও বীরভূমের মুরারাই কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী আবদুর রহমানও করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন। যদিও করোনায় আক্রান্ত হওয়ার কারণে তৃণমূল কংগ্রেস ওই কেন্দ্রের প্রার্থী বদল করে দিয়েছিল আগেই। ওনার বদলে ওই কেন্দ্রে শিশু বিশেষজ্ঞ ডাক্তার মোশারফ হোসেনকে প্রার্থী করেছিল তৃণমূল কংগ্রেস।

 

Koushik Dutta

সম্পর্কিত খবর