নৃশংস! শ’য়ে শ’য়ে কাটা হলো ডলফিন ও তিমি, রক্তে লাল হয়ে উঠল সমুদ্র

Published On:

বাংলা হান্ট ডেস্ক : ডেনমার্কের ফারো দ্বীপপুঞ্জ।বার্ষিক প্রথা পালনে নৃশংসভাবে কাটা হল কয়েকশো তিমিকে।১৪৫ টি পাইলট তিমিমাছ ও সাতটি ডলফিন। প্রাণীদের রক্তে টকটকে লাল সমুদ্রও। মানুষের মনৈ এই ছবি গভীরভাবে দাগ কেটেছে। অবজ্ঞা ও নিন্দার ঝড়ে জর্জরিত হতে চলেছে ডেনমার্কবাসী।পড়তে পারে তুমুল সমালোচনার মুখে।

ইউকে-র রিপোর্ট বলছে, এই ঘটনা নতুন কিছু নয়। প্রতি বছরই গরমের সময় প্রত্যন্ত দ্বীপের সৈকতে প্রায় ৮০০ পাইলট তিমিকে হত্যা করা হয়। আগামী দিনের তীব্র শীতের আগে এই প্রথা পালন করা হয়।ফারো দ্বীপপুঞ্জের জাতীয় ডায়েটের অত্যন্ত মূল্যবাণ দিক হল তিমির মাংস। এবং এই দীপপুঞ্জে তিমি শিকার স্বীকৃত।

X