বাংলাহান্ট ডেস্কঃ কিম জং উন (Kim Jong-un), উত্তর কোরিয়ার (North Korea) এই স্বল্প বয়সী রাষ্ট্রনায়ক করোনাকালে বেশ কিছুদিনে ধরে আচমকাই উধাও হয়ে গিয়েছিলেন। খুঁজে না পাওয়ায় তাঁর মৃত্যুর খবরও রটে গিয়েছিল। কিন্তু সব জল্পনার অবসান ঘটিয়ে আচমকাই একদিন সকলের সামনে উপস্থিত হয়েছিলেন কিম জং উন। সেইসঙ্গে জানিয়েছিলেন তিনি সুস্থই আছেন।
কোমায় কিম!
কিম আত্মগোপন করার পর ফিরে এসে বেশ কয়েকটি অনুষ্ঠানেও যোগ দিয়েছিলেন। সেইসব অনুষ্ঠানে তাঁকে সুস্থ স্বাভাবিকও দেখা যায়। কিন্তু দীর্ঘদিন পর আবারও সংবাদের শিরোনামে উঠে এসেছেন এই উত্তর কোরিয়ার রাষ্ট্রনায়ক কিম জং উন। দক্ষিণ কোরিয়া প্রশাসনের এক আধিকারিক চ্যাং সং মিনের দাবি সুস্থ নেই কিম, কোমায় রয়েছেন তিনি।
জল্পনা আন্তর্জাতিক মহলে
পূর্বে কিমের অবর্তমানে তাঁর বোন কিম ইয়ো জং উত্তর কোরিয়ার দায়িত্ব সামলেছিলেন। কিন্তু তারপরই এক অনুষ্ঠানে সশরীরে উপস্থিত হয় কিম। তারপর আবারও বহাল তবিয়তেই শাসন কার্য সামলাতে থাকেন কিম। তবে বর্তমান সময়ে কিমের অসুস্থতার খবরে ক্রমশই জল্পনা বাড়ছে আন্তর্জাতিক মহলে।
কি বললেন চ্যাং সং মিন?
দক্ষিণ কোরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট কিম ডায়ে জুংয়ের ঘনিষ্ঠ আধিকারিক চ্যাং সং মিন জানিয়েছেন, ‘চীনের এক গোপন এবং অত্যন্ত নির্ভরযোগ্য সূত্রে আমি জানতে পেরেছি, কিম জং উন কোমায় রয়েছেন। কিন্তু তাঁর এখনও মৃত্যু হয়নি। কিমের অবর্তমানে এখনও পর্যন্ত সম্পূর্ণ উত্তরাধিকার হস্তান্তর করা হয়নি। তবে এই স্থান বেশি দিন ফেলে রাখা সম্ভব নয়। তাই তাঁর বোন কিম ইয়ো জংকে দায়িত্ব দেওয়া হয়েছে’।
প্রসঙ্গত, বিগত কয়েকদিনের সংবাদ সূত্রে জানা যায়, উত্তর কোরিয়ার অর্থনৈতিক ব্যবস্থা মুখ থুবড়ে পড়ে। যে কারণে বেশ চিন্তিত রয়েছেন কিম জং উন। এই সংকটের মুহূর্তে আমেরিকার সঙ্গে সম্পর্ক শুধরে নেওয়ার দায়িত্ব নিজের বোন কিম ইয়ো জংকে দিয়েছেন।