এবার 10 কোটি দিয়ে এই বিলাসবহুল গাড়ি কিনলেন মুকেশ আম্বানি! এর বৈশিষ্ট দেখে চমকে যাবে সবাই

বাংলা হান্ট ডেস্ক : এশিয়া তথা বিশ্বের প্রভাবশালী এবং ধনী ব্যক্তিত্বদের মধ্যে একজন হলেন মুকেশ আম্বানি (Mukesh Ambani) । সারা বিশ্বজুড়েই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তার ব্যবসা। এহেন মুকেশ আম্বানি এবং তার স্ত্রী নীতা আম্বানি হামেশাই তাদের লাইফস্টাইল নিয়ে চর্চায় থাকেন। আর তাছাড়া তাদের ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণ মানুষের কৌতূহলও কম নয়। সম্প্রতি তিনি তার গাড়ির তালিকায় 10 কোটি টাকারও বেশি মূল্যের ‘মার্সিডিজ-বেঞ্জ S680 গার্ড বুলেটপ্রুফ সেডান’ অন্তর্ভুক্ত করেছেন।

‘মার্সিডিজ-বেঞ্জ S680 গার্ড’ : ‘CS12 Vlogs’ দ্বারা শেয়ার করা একটি ভিডিওতে, আম্বানিকে তার নতুন ‘Mercedes-Benz S680 গার্ড’-এ ভ্রমণ করতে দেখা যাচ্ছে। জানিয়ে রাখি, S680 দেখতে অন্য যেকোন মার্সিডিজ-বেঞ্জ লাক্সারি সেডানের মতোই, তবে নিরাপত্তার দিক থেকে এটি অনেকটাই উন্নত। এটি রেগুলার সেডানের চেয়ে প্রায় 2 টন ভারী।

   

মার্সিডিজ-বেঞ্জ এস680 গার্ডের আগে, আম্বানিকে ‘মার্সিডিজ-বেঞ্জ এস600 গার্ড বুলেটপ্রুফ সেডান’-এ দেখা গিয়েছিল। ভক্তদের অনুমান, তিনি নিজের নিরাপত্তার কথা ভেবেই হয়ত গাড়ি পরিবর্তন করেছেন। যতই হোক, দেশের সবচেয়ে ধনী ব্যক্তি বলে কথা। স্টাইলের পাশাপাশি নিরাপত্তা নিয়েও যে তিনি কড়া হবেন সে কথা বলাই বাহুল্য।

মার্সিডিজ-বেঞ্জ S680 গার্ড বুলেটপ্রুফ সেডানের বৈশিষ্ট্য : বহুল চর্চিত এই S680 এর বডিতে একটি বিশেষ ইন্টিগ্রেটেড শেল দেওয়া হয়েছে। গাড়িটি বুলেট প্রুফ এবং ব্লাস্ট-প্রুফ মাল্টি-লেয়ারযুক্ত প্রতিরক্ষামূলক গ্লাস রয়েছে যা 3.5 থেকে 4 ইঞ্চি পুরু। এটিতে চাঙ্গা টায়ার ব্যবহার করা হয়েছে যা 80 কিমি/ঘন্টা গতিতে চলতে পারে।

1 beh 2521

গাড়িটিতে রয়েছে একটি 6.0-লিটার V12 ইঞ্জিন, যা 612 Ps এবং 830 Nm পিক টর্ক জেনারেট করে৷ সূত্র মারফত খবর, এই গাড়ি কেনার জন্য 10 কোটি টাকার বেশি খরচ করেছেন তিনি। উল্লেখ্য, আম্বানির গ্যারেজের শোভাবর্ধন করার জন্য একাধিক বিলাসবহুল গাড়ি রয়েছে। যারমধ্যে উল্লেখযোগ্য হল, ‘Rolls-Royce Cullinan SUV’, ‘Lamborghini Urus’, ‘Mercedes-AMG G63’, ‘Land Rover’, ‘Range Rover Autobiography’, ‘Mercedes-Maybach S580’ এবং আরও অনেক দামি গাড়ি।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর