ঝুলিতে ৫টি জাতীয় পুরস্কার! একটি গান গাইতে কত টাকা নেন শ্রেয়া-অরিজিৎ? জেনে আঁতকে উঠবেন

বাংলা হান্ট ডেস্ক : চলতি বছরের অগাস্ট মাসেই ঘোষিত হয়েছিল ৬৯ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার (National Award) প্রাপকদের তালিকা। সেই তালিকায় ছিল আলিয়া ভাট, কৃতি শ্যানন, আল্লু অর্জুন, এস এস রাজামৌলি, এম এম কিরাবাণী, শ্রেয়া ঘোষালের (Shreya Ghoshal) মত প্রমূখ তারকার নাম। সদ্যই অনুষ্ঠিত হলে সেই অনুষ্ঠান। এইদিন সব তারক-তারকারা পুরস্কার গ্রহণ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Draupadi Murmu) হাত থেকে।

গত ১৭ অক্টোবর নয়া দিল্লির বিজ্ঞানভবনে বসেছিল পুরস্কারের বর্ণাঢ্য অনুষ্ঠান। এইদিন গায়িকাদের মধ্যে সেরার সেরা হিসেবে ঘোষিত হল শ্রেয়া ঘোষালের নাম‌। খোদ রাষ্ট্রপতি পুরস্কার তুলে দিলেন শ্রেয়ার হাতে। এই নিয়ে পঞ্চমবার জাতীয় পুরস্কার পেলেন তিনি। গর্বে ভরা সেই মুহূর্তকে ফ্রেমবন্দি করে সোশ্যাল মিডিয়ার পাতায় ভাগ করে নিয়েছেন গায়িকা।

উল্লেখ্য, ১৯৮৪ সালে মুর্শিদাবাদের বহরমপুরে জন্মগ্রহণ করেন শ্রেয়া। ছোট থেকেই সঙ্গীতের প্রতি বিশেষ অনুরক্ত ছিলেন তিনি। গানবাজনার প্রতি ছিল এক অমোঘ আকর্ষণ। বয়স যখন মাত্র ছয়, তখন থেকেই শুরু হয়ে যায় শাস্ত্রীয় সঙ্গীতে তালিম। এরপর জনপ্রিয়তার শিখরে পৌঁছে যান ‘সারেগামাপা’-র হাত ধরে। সেই সময় শ্রেয়ার বয়স ছিল মাত্র ১২।

আরও পড়ুন : মায়ের সম্মতি ছাড়াই লিভ ইন! প্রেমিকের বুকে মাথা রেখে রাতভর ঠাকু্র দেখলেন ‘অনুরাগের ছোঁয়া’র মিশকা

‘সারেগামাপা’র মঞ্চে বিজয় লাভ করার পরেই সুযোগ আসে বলিউডে কাজ করার। প্রথম কাজ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘দেবদাস’ উপন্যাস অবলম্বনে তৈরি ছবির হাত ধরে। সেই যে কেরিয়ার শুরু করেন তারপর থেকে আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। আজ দু-দশকের বেশি সময় ধরে ইন্ডাস্ট্রিতে রাজ করছেন তিনি। এহেন গায়িকা একটি গানের জন্য কত পারিশ্রমিক নেন জানেন?

shreya ghoshal 2 (1)

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, শ্রেয়া ঘোষাল তার একটি গানের জন্য ২৫ লক্ষ্য টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন‌। যদিও বিষয়টা নিয়ে গায়িকা নিজে বা তার টিমের তরফ থেকে কোনও অফিশিয়াল বিবৃতি আসেনি। শ্রেয়ার পরেই রয়েছে অরিজিৎ সিং-র নাম। বাংলার এই ছেলের জয়জয়কার আজ গোটা দুনিয়ায়।

আরও পড়ুন : কাজ করলনা ‘কৃষ্ণকলি’ ম্যাজিক! ‘বাংলা মিডিয়াম’ বন্ধের খবরে মুখ খুললেন অভিনেতা নীল

সূত্রের খবর, প্রতিটি গান পিছু প্রায় ১০ লক্ষ টাকা পারিশ্রমিক দাবি করেন অরিজিৎ সিং। তবে কনসার্টের ক্ষেত্রে সেই পারিশ্রমিক বেড়ে হয় কয়েক কোটিতে। দেড় থেকে দুই কোটি টাকার মত চার্জ করেন তিনি। যদিও এটা নিয়ে অরিজিৎ বা তার টিম কোনও অফিশিয়াল বিবৃতি দেয়নি। তাই বাংলা হান্টের তরফ থেকে এই খবরের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।


Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর