বাংলা হান্ট ডেস্ক: দেশজুড়ে পালিত হল ৭৬ তম স্বাধীনতা দিবস (Independence Day)। শুধু তাই নয়, ইতিমধ্যেই একাধিক কর্মসূচির পাশাপাশি, “Har Ghar Tiranga”-র অধীনে দেশের প্রায় ২০ কোটি বাড়িতে তেরঙ্গা উত্তোলনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল সরকার। আর সেই ডাকে সাড়া দিয়েই স্বতঃস্ফূর্তভাবে প্রায় প্রতিটি বাড়িতেই খোঁজ মিলেছে তেরঙ্গার। এদিকে, স্বাধীনতার পরে গত ৭৫ বছরে দেশবাসী একাধিক উত্থান-পতনের সাক্ষী থেকেছে। শুধু তাই নয়, এই সুদীর্ঘ পথ পেরিয়ে দেশ তৈরি করেছে অগ্রগতির নতুন কাহিনিও। সর্বোপরি, সমস্ত প্রতিবন্ধকতাকে দূর করে ভারত দ্রুত অর্থনৈতিক উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে।
জানা গিয়েছে, বর্তমান সময়ে চিনের তুলনায় ভারতের অর্থনীতির দ্রুত বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে। এমনকি, ব্লুমবার্গ এবং এসবিআই রিসার্চের রিপোর্টে ভারতকে মন্দার বিপদ থেকেও নিরাপদ ঘোষণা করা হয়েছে।
ভারতীয় অর্থনীতির মজবুত ভিত্তি: একই সময়ে, মরগান স্ট্যানলির একটি সাম্প্রতিক প্রতিবেদন অনুমান করছে যে, ভারত ২০২২-২৩ সালে এশিয়ার সবচেয়ে শক্তিশালী অর্থনীতি হিসাবে আবির্ভূত হতে পারে। এমতাবস্থায়, স্বাধীনতা উদযাপনের আবহে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বিশেষ কিছু পরিসংখ্যান, যা জানার পর রীতিমতো অবাক হয়ে যাবেন। পাশাপাশি বুঝতে পারবেন যে, স্বাধীনতার সময়ে ভারতীয় অর্থব্যবস্থায় দু’-এক পয়সাও ছিল কতটা গুরুত্বপূর্ণ!
শুধু তাই নয়, তৎকালীন যুগে এক টাকায় অনেক কিছু করা যেত। আমরা সকলেই জানি যে, বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে আজ ১০ গ্রাম সোনার দাম গিয়ে পৌঁছেছে ৫২,০০০ টাকায়। এমতাবস্থায়, জেনে অবাক হবেন যে, ১৯৪৭ সালে ১০ গ্রাম সোনার দাম ছিল মাত্র ৮৮.৬২ টাকা। এছাড়াও, বর্তমানে পেট্রোলের দাম ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। বর্তমানে দিল্লিতে পেট্রোলের দাম প্রতি লিটারে পৌঁছে গিয়েছে ৯৬.৭২ টাকায়। যেখানে ৭৫ বছর আগে অর্থাৎ ১৯৪৭ সালে এক লিটার পেট্রোলের দাম ছিল মাত্র ২৫ পয়সা। পাশাপাশি, চাল, আলু, চিনির দাম ছিল যথাক্রমে প্রতি কিলোতে ১২ পয়সা, ২৫ পয়সা এবং ৪০ পয়সা।
জনসংখ্যাও দ্রুত বৃদ্ধি পেয়েছে: আমরা যখন স্বাধীন হই তখন দেশের জনসংখ্যা ছিল ৩৪ কোটির কাছাকাছি। দেশের প্রথম জনগণনা ১৯৫১ সালে সম্পন্ন হয়। তখন আমাদের জনসংখ্যা ছিল ৩৬ কোটির কিছু বেশি। এমতাবস্থায়, সর্বশেষ জনগণনা সম্পন্ন হয়েছে ২০১১ সালে। সেই পরিসংখ্যান অনুযায়ী, জনসংখ্যা বেড়ে হয়েছিল ১২১ কোটিরও বেশি। এদিকে, আধার তৈরিকারী সংস্থা UIDAI অনুমান করছে যে ২০২২ সালের জুলাইয়ের মধ্যে দেশের জনসংখ্যা ১৩৭.২৯ কোটির বেশি হবে।