আহ! পাঁচতারা হোটেলে নয়, গাড়িতে বসে লস‍্যির ভাঁড়ে চুমুক দিয়ে তেষ্টা মেটালেন কোয়েল, প্রশংসা নেটিজেনদের

বাংলাহান্ট ডেস্ক: মাটির কাছাকাছি থাকেন কোয়েল মল্লিক (Koel Mallick)। অভিনেত্রীর সম্পর্কে একথা বলেছেন ইন্ডাস্ট্রিরই একাধিক তারকা। অভিনেতা রঞ্জিত মল্লিকের মেয়ে, নিজে টলিউডের প্রথম সারির অভিনেত্রী হয়েও বিন্দুমাত্র অহংকার নেই তাঁর। তারকা সুলভ হাবভাব তাঁর কাছে ঘেষে না। কোয়েল যেন পাশের বাড়িরই মেয়ে।

প্রতি বছর মল্লিক বাড়িতে ধুমধাম করে হয় দূর্গাপুজো। করোনার কারণে গত দু বছর ধরে লোক সমাগম বন্ধ থাকলেও আগে বহু মানুষ ভিড় করত মল্লিক বাড়িতে। দুগ্গা মাকে প্রণাম করার পাশাপাশি জ‍্যান্ত প্রতিমাকেও দর্শন করার সুযোগ পেত সাধারণ মানুষ। পুজোর কটা দিন অভিনেত্রী না, বাড়ির মেয়ে হয়ে ওঠেন কোয়েল। তখন তাঁর নম্র ব‍্যবহার চাক্ষুস করেছেন সকলেই।

Beautiful Bengali Actress Koel Mallick Cute and Fabulous HD Photos Wallpapers26
কোয়েল যে বাস্তবেই কতটা মাটির কাছাকাছি থাকেন তার প্রমাণ আবারো পেল নেটপাড়ার বাসিন্দারা। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কয়েকটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। লস‍্যির ভাঁড়ে চুমুক দিতে দেখা গিয়েছে তাঁকে। গরম থেকে রেহাই পাওয়ার জন‍্য পাঁচতারা হোটেলের দামী পানীয় নয়, ভাঁড়ের লস‍্যি দিয়েই তেষ্টা মিটিয়েছেন কোয়েল।

গাড়ির মধ‍্যে বসে ঠাণ্ডা ঠাণ্ডা লস‍্যি উপভোগ করতে করতে বেশ কয়েকটি ছবি তুলে নিয়েছেন তিনি। ঠোঁটের উপরে লেগে থাকা দুধের সর চেটেপুটে সাফ করতে করতে তিনি জানান, দিনটা ফাটাফাটি হয়ে গিয়েছে তাঁর। দোকানদারকে আবার আলাদা করে ডবল মালাই দিতে বলেছিলেন কোয়েল। কমেন্ট বক্সে ভালবাসা পাঠিয়েছেন ভক্তরা।

https://www.instagram.com/p/CdAeqyJIpgl/?igshid=YmMyMTA2M2Y=

কিছুদিন আগেই গিয়েছে কোয়েলের জন্মদিন। ৪০ এ পা দিয়েছেন তিনি। এদিন সবথেকে বড় উপহারটা কোয়েল পেয়েছেন ছেলে কবীরের কাছ থেকে। মিষ্টি করে মাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সে বলেছে, “হ‍্যাপি বার্থডে মাম্মা!”

Niranjana Nag

সম্পর্কিত খবর