বাংলা হান্ট নিউজ ডেস্ক: আগামীকাল থেকে শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের নির্ধারক টেস্ট ম্যাচ। প্রথম দুই ম্যাচের পর তিন ম্যাচের টেস্ট সিরিজ আপাতত রয়েছে সমতায়। শেষ টেস্ট ম্যাচ জিতে ২৯ বছরের খরা কাটাতে চায় ভারতীয় দল। তৃতীয় টেস্টে দলে ফিরতে চলেছেন বিরাট কোহলি। এমতাবস্থায়, বিরাট আসার সঙ্গে সঙ্গেই তিনি অবশ্যই প্রথমে দলের একজন ক্রিকেটারকে বাইরে বসতে হবে।
নিশ্চিতভাবেই এই খেলোয়াড় হবেন হনুমা বিহারী। গত ম্যাচে এই সিরিজে প্রথম সুযোগ পেয়েছিলেন বিহারী। স্বল্প সুযোগে ভালো ব্যাটিং করেছেন বিহারী। এমন পরিস্থিতিতে তাদের বাদ দেওয়া অন্যায় হবে। কিন্তু যেহেতু বিহারীর চোট রয়েছে তাই তাকে বাইরে বসতেই হবে। কিন্তু পূজারা বা রাহানে-কে নিয়েও অসন্তোষ বাড়ছে ক্রিকেট প্রেমীদের মধ্যে।
গত ম্যাচে জয় আসেনি। এই অবস্থায় বিহারীর চোট না থাকলে পূজারা বা রাহানের মধ্যেও একজন বাদ পড়তে পারতেন। কারণ শেষ ম্যাচে লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের সঙ্গে ব্যাটিং করে দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৪০ রান করেন। একদিক থেকে উইকেট পড়লেও বিহারী এক প্রান্ত ধরে খেলছিলেন। অপরদিকে পূজারা, রাহানে দুজনেই অর্ধশতরান করলেও একেবারেই ধারাবাহিক নন কেউই।
সিরিজের নির্ধারক ম্যাচে দলে ফিরছেন বিরাট কোহলি। পিঠে টান লাগার কারণে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে পড়েছিলেন বিরাট। তার জায়গায় লোকেশ রাহুলকে অধিনায়ক করা হয়েছিল। এই সিরিজের প্রথম টেস্টে ভারতীয় দল ১১৩ রানে জয় পেয়েছিল। দ্বিতীয় টেস্টে ৭ উইকেটে হারতে হয়েছে ভারতকে। এখন সিরিজের শেষ টেস্ট জিততে হবে দুই দলের জন্যই।