KKR হারতেই বিস্ফোরক গম্ভীর, BCCI-র কাছে রাখলেন নয়া দাবি! বড় বদল আসতে পারে IPL-এ

বাংলা হান্ট ডেস্ক : ঘরের মাঠে ম্যাচ হেরেছে কলকাতা (Kolkata Knight Riders)। একপ্রকার জেতা ম্যাচ হাতছাড়া করেছে নাইটরা। একই সাথে হাতছাড়া হয়েছে লিগ টেবিলের শীর্ষস্থানও। আপাতত নম্বর ওয়ান পজিশনে রয়েছে রাজস্থান রয়্যালস। তার উপর গোদের উপর বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে শ্রেয়াস আইয়ারের শাস্তি। স্লো ওভার বলের কারণে মোটা অঙ্কের জরিমানা করা হয়েছে কলকাতা ক্যাপ্টেনকে। এবার মুখ খুললেন মেন্টর গৌতম গম্ভীর (Gautam Gambhir)।

রাজস্থানের বিরুদ্ধে লজ্জাজনক হারকে কিছুতেই হজম করতে পারছেনা কলকাতা নাইট রাইডার্স। না করতে পারাটাই স্বাভাবিক যদিও। কারণ এই ম্যাচ নিয়ে যথেষ্ট আশাবাদী ছিল কেকেআর। আর এবার বড়সড় দাবি জানালেন কেকেআর মেন্টর গৌতম গম্ভীর। রাজস্থানের পর হারের পর বিষ্ফোরক গোতিভাই।

সম্প্রতি একটি ইউটিউব ভিডিও প্রকাশ্যে এসেছে। যে ভিডিওতে তিনি IPL-ব্যবহৃত ‘বল’ পরিবর্তনের দাবি জানিয়েছেন‌। গৌতম গম্ভীরের মতে, কুকাবুরা বলের বদলে ডিউক বল ব্যবহার করা উচিত। অবশ্য এই দাবির পেছনে যথেষ্ট যুক্তিও দেখিয়েছেন তিনি। গোতির মতে, কুকাবুরা বলের চেয়ে ডিউক বল ব্যবহারে অনেক সুবিধা রয়েছে।

আরও পড়ুন : রিঙ্কুর চোট গুরুতর? ভোগান্তি বাড়ল কলকাতা শিবিরে! নিজেই জানালেন নাইট তারকা

এইদিন গৌতম গম্ভীর জানিয়েছেন, কুকাবুরা বলে যথেষ্ট স্যুইং হয়না। বদলে ডিউক বল ব্যবহার করলে বোলারদের জন্য সুবিধা হবে। বল বেশি স্যুইং করবে। গৌতমের দাবি, ‘বল যে সংস্থা তৈরি করে তারা যদি ৫০ ওভার টিকবে এমন বল তৈরি করতে না পারে তাহলে সেই সংস্থাকে বদলে ফেলা উচিত। কেন শুধু কুকাবুরা বলেই খেলা হবে? ডিউক বলও ব্যবহার করা যেতে পারে।’

আরও পড়ুন : ‘ঘরে ঢুকে মারব’, সন্ত্রাসীদের কড়া হুঁশিয়ারি মোদীর! নাক গলাবে না বাইডেন, খুলা ছুট আমেরিকার

gautam gambhir during a kkr training session ahead of ipl 2024 pti 153723801 16x9 0

তবে এখানেই শেষ নয়, গোতির মতে আজকালকার দিনে আইপিএল-এ ২০০ রান করা কোনও ব্যাপার নয়। ২০০-র বেশি রান করেও ম্যাচ জিততে পারছেনা দলগুলি। তার মতে, খেলা এখন কেবল ব্যাটারদের দখলেই। তবে বোলারদেরও সুযোগ দেওয়া উচিত বলে মনে করেন তিনি। এমনকি এই বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা করার অনুরোধ জানিয়েছেন BCCI কে।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর