IPL-এ ফের উঠবে ঝড়! সবাইকে অবাক করে বড় চমক সামনে আনল KKR

Published On:

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই চলতি বছরের IPL-এর কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ২২ মার্চ থেকে শুরু হতে চলেছে ক্রিকেটের অন্যতম জনপ্রিয় এই টুর্নামেন্ট। যেখানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সকে (Kolkata Knight Riders) প্রথম দিনেই ম্যাচ খেলতে হবে। তবে, তার আগে এবার বড় ঘোষণা করেছে কলকাতা নাইট রাইডার্স। আসলে, IPL-এর নতুন মরশুম শুরুর আগেই তাদের নতুন সহকারী কোচের নাম ঘোষণা করেছে KKR। অভিষেক নায়ার এবং রায়ান টেন দশখাতের প্রস্থানের পরে এই জায়গাটি খালি ছিল।

বড় চমক KKR (Kolkata Knight Riders)-এর:

নতুন কোচ ঘোষণা করল KKR: প্রসঙ্গত উল্লেখ্য যে, কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অলরাউন্ডার ওটিস গিবসনকে IPL ২০২৫-এর জন্য তাদের কোচ হিসেবে নিযুক্ত করেছে। ইতিমধ্যেই KKR সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে ওটিস গিবসনকে কোচ হিসেবে নিয়োগের বিষয়ে জানিয়েছে।

ওই পোস্টে বলা হয়েছে, “আমরা আমাদের সহকারী কোচ ওটিস গিবসনকে স্বাগত জানাই। ওটিস আমাদের শক্তিশালী সাপোর্ট স্টাফ ইউনিটে যোগ দিয়েছেন। যার মধ্যে মেন্টর ডোয়েন ব্রাভো, হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিত, বোলিং কোচ ভরত অরুণ, স্পিনার বোলিং কোচ কার্ল ক্রো এবং অন্যান্যরা রয়েছেন।”

আরও পড়ুন: “সৌগত রায় আসলে….”, চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে রোহিতের ইনিংসে মুগ্ধ অরূপ, ফেসবুকে লিখলেন…..

IPL ২০২৪-এ চ্যাম্পিয়ন হয়েছে KKR: ইতিমধ্যেই KKR (Kolkata Knight Riders) গত বছর অর্থাৎ ২০২৪ সালের IPL-এ চ্যাম্পিয়ন হয়েছে। শ্রেয়স আইয়ারের নেতৃত্বে দল এই শিরোপা জেতে। তবে, এবার KKR-এর পুরো স্কোয়াড এবং কোচিং স্টাফের পরিবর্তন দেখা যাবে। শুধু তাই নয়, এবার শ্রেয়স আইয়ারের জায়গায় দলকে নেতৃত্ব দিতে দেখা যাবে অজিঙ্কা রাহানেকে। এদিকে, গৌতম গম্ভীর, অভিষেক নায়ার এবং রায়ান টেন দশখাতেও এই দলে নেই। এবার দলের মেন্টর ডোয়েন ব্রাভো।

আরও পড়ুন: একী কাণ্ড! কঠিন পরিস্থিতির সম্মুখীন ভারত, উধাও ১১৩০০০০০০০০০০০০ টাকা, কপাল খুলল চিনের

প্রথম ম্যাচ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স আগামী ২২ মার্চ এই মরশুমের প্রথম ম্যাচে তাদের চির প্রতিদ্বন্দ্বী রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে মুখোমুখি হবে। এই ম্যাচটি KKR (Kolkata Knight Riders) তাদের নিজেদের মাঠ অর্থাৎ ইডেন গার্ডেন্সে খেলবে। প্রতিটি দলের মতো কলকাতা নাইট রাইডার্সকেও এই মরশুমে ১৪ টি ম্যাচ খেলতে হবে যার মধ্যে KKR-কে ৭ টি ম্যাচ খেলতে হবে তাদের ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে। বাকি ৭ টি ম্যাচ খেলতে হবে প্রতিপক্ষ দলের হোম গ্রাউন্ডে। এই মরশুমে KKR-কে গ্রুপ পর্বে আগামী ১৭ মে বেঙ্গালুরুতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধেই তাদের শেষ ম্যাচ খেলতে হবে।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X