সাক্ষী থাকল ইতিহাস! গঙ্গার নীচে হু হু করে ছুটল মেট্রো, কত স্পিড উঠল জানলে হাঁ হয়ে যাবেন

বাংলাহান্ট ডেস্ক : ভারতবর্ষের ইতিহাসে কলকাতার একটা আলাদাই গুরুত্ব আছে। সে সাহিত্য হোক কিংবা ক্রীড়াঙ্গন হোক, সব ক্ষেত্রেই কলকাতা সবার মন জয় করেছে। তাই তো কলকাতা হলো “City Of Joy”… শুধু তাই নয়, নানান অভিনব উদ্যোগ নিয়ে কলকাতা অবশ্য শুধু রাজ্য নয়, দেশবাসীরও মন জয় করে নিয়েছে। এবার সেই শহরে আসতে চলছে গঙ্গা নদীর নীচে দিয়ে মেট্রো রেল।

সব কিছু সঠিক থাকলে খুবই তাড়াতাড়ি আমরা সকলে এই পথের সাক্ষী হতে চলেছি। খুব তাড়াতাড়ি হয়তো ছুটবে হাওড়া ময়দান (Howrah Maidan) থেকে ধর্মতলা (Esplanade) পর্যন্ত মেট্রো রেল (Metro Rail)। মেট্রো চলবে গঙ্গার নীচ দিয়ে। সোমবার এবং মঙ্গলবার চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি জনককুমার গর্গ সব কিছু ভালো করে খুঁটিয়ে দেখে নিলেন।

আরোও পড়ুন : এবার মসজিদ তৈরী হবে অযোধ্যায়! এসে গেল মক্কা থেকে শোধিত ইট, প্রকাশ্যে নির্মাণে দিনক্ষণ

পরীক্ষা করার সময় প্রতি ঘন্টায় মেট্রো রেলের গতি উঠেছিল ৯১ কিলোমিটার। মেট্রোরেল কর্তৃপক্ষ কাজে কোনো ভুল চাইছে না বলেই বারংবার সব কিছু পর্যবেক্ষণ চলছে। স্বয়ং চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি জনককুমার গর্গ হাওড়া ময়দান, হাওড়া, মহাকরণ এবং এসপ্ল্যানেড স্টেশনের সব ব্যবস্থাপনা খুঁটিয়ে দেখেছেন।

আরোও পড়ুন : বয়স মাত্র ২ মাস! জন্মের পর এই প্রথম দেখা মিলল ইয়ালিনির, মেয়ের ভিডিয়ো প্রকাশ্যে আনলেন শুভশ্রী

ঢোকার ও বেরনোর রাস্তা, পাঞ্চ করার গেট, টিকেটিং সিস্টেম, কিউআর কোড টিকিট সিস্টেম, স্টেশন কন্ট্রোল রুম, এয়ার কন্ডিশনিং সিস্টেম, ট্র্যাকশন সাব-সিস্টেম, ব্যাক-অ্যাপ কন্ট্রোল সিস্টেম, এসক্যালেটর, লিফট, সাইনেজ বোর্ড, অগ্নিনির্বাপণ ব্যবস্থা, এমার্জেন্সি টকব্যাক সিস্টেম, ব্লু লাইট সিস্টেম ইত্যাদি সমস্ত ব্যবস্থা চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি নিজে দেখে নিয়েছেন।

Howrah maidan metro

নতুন লাইন দিয়ে ট্রেন যাওয়ার সময় কোনো দুর্ঘটনা না হয় সেই জন্য পরীক্ষা করে নেওয়া হয়েছে অ্যান্টি-কলিশন ব্যবস্থা। মনে করা হচ্ছে, পরিষেবা শুরু হলে হাওড়া স্টেশন থেকে যাত্রীদের চাপ বেশি থাকতে পারে। সেই জন্য ‘ইন্টারচেঞ্জিং পয়েন্ট’ পরিদর্শন করেন চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি। সব মিলিয়ে বলা যায়, কপাল খুলবে কলকাতা আর হাওড়ার বাসিন্দাদের।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর