বাংলাহান্ট ডেস্ক : শহর কলকাতার মেট্রো (Kolkata Metro) যাত্রীদের জন্য বড় সুখবর আনল কর্তৃপক্ষ। কলকাতা মেট্রোর নয়া সিদ্ধান্তে আগামীদিনে উপকৃত হতে চলেছেন লক্ষ লক্ষ মেট্রো যাত্রী। কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ (Metro Railway) কয়েক লক্ষ টাকা খরচ করে বিশেষ এই সুবিধা আনতে চলেছে মেট্রো স্টেশনগুলিতে।
কলকাতা মেট্রোর (Kolkata Metro) নয়া আপডেট
মেট্রোর নয়া সিদ্ধান্তে বিশেষভাবে উপকৃত হতে চলেছেন ইস্ট ওয়েস্ট মেট্রো (East West Metro) রুটের যাত্রীরা। কলকাতা মেট্রোর এই উদ্যোগের সুফল খুব শীঘ্রই পেতে শুরু করবেন শিয়ালদা-এসপ্ল্যানেড রুটের (Sealdah-Esplaned Route) নিত্য যাত্রীরা। লক্ষ লক্ষ টাকা খরচ করে মেট্রো কর্তৃপক্ষ বিভিন্ন স্টেশনে বসাতে চলেছে বিশেষ ধরণের আয়না।
আরও পড়ুন : চাকরিহারা ২৬ হাজার! তারপরেও বেতন পাবেন কারা? কি বলল সুপ্রিম কোর্ট?
যাত্রী সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে ইস্ট ওয়েস্ট মেট্রো রুটের একাধিক স্টেশনে ‘উত্তল’ আয়না বা ‘Convex Mirror’ বসাচ্ছে কলকাতা মেট্রো (Kolkata Metro) রেল কর্তৃপক্ষ। যাত্রী নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে দুর্ঘটনা কমানোর উদ্দেশ্যেই কিছুদিনের মধ্যেই ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোরের প্রত্যেকটি ষ্টেশনেই এই বিশেষ আয়না বসানোর কাজ সম্পন্ন করবে কর্তৃপক্ষ।
আরও পড়ুন : চলতি বছরে এই প্রথম লাফ দিল ভারতীয় মুদ্রা! ডলারের নিরিখে কতটা পিছিয়ে টাকা?
সূত্রের খবর, চালক ও মোটরম্যানরা যাতে ভালোভাবে মেট্রোর প্রথম চারটি কামরার দরজা পর্যবেক্ষণ করতে পারেন সেই উদ্দেশ্যেই বসানো হচ্ছে Convex Mirror। মেট্রোর একাধিক সূত্র দাবি করেছে, চলতি বছরই বাণিজ্যিকভাবে পরিষেবা শুরু হতে পারে এসপ্ল্যানেড থেকে শিয়ালদা পর্যন্ত অংশে। তার আগে যাত্রী নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করতে বড় সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোরে বিশেষ এই আয়না প্রতিস্থাপনের জন্য কলকাতা মেট্রো খরচ করছে প্রায় ১৭ লক্ষ টাকা।
কীভাবে কাজ করে এই Convex Mirror? জানা যাচ্ছে, প্ল্যাটফর্ম ঘেঁষে একটি স্ট্যান্ডে বসানো থাকে বিশেষ এই আয়না। মেট্রোর সম্পূর্ণ বগির ছবি প্রতিফলিত হয় কনভেক্স মিররে। গার্ডের নির্দেশের উপর ভরসা না করে চালক নিজে থেকেই পর্যবেক্ষণ করতে পারেন গোটা ট্রেন। যাত্রীরা সঠিকভাবে ওঠা-নামা করেছেন কিনা সেটি প্রতিফলিত হবে আয়নায়। এমনকি মেট্রোর বগির দরজায় কিছু আটকে থাকলে সেটিও গোচরে আসবে চালকের। যার জেরে অনেকটাই এড়ানো যাবে দুর্ঘটনা।