বাংলা হান্ট ডেস্কঃ কলকাতায় দুর্গাপূজা শেষ হওয়ার পরও দীর্ঘদিন ধরে পার্ক সাধারণ মানুষের জন্য বন্ধ থেকে যায়। মণ্ডপের কাঠামো খুলতে দেরি করায় সমস্যায় পড়েন স্থানীয় বাসিন্দারা। এ বার সেই সমস্যার স্থায়ী সমাধানে কড়া পদক্ষেপ নিল কলকাতা পুরসভা (Kolkata Municipality)।
পার্ক ফিরিয়ে দেওয়ার সময়সীমা বেঁধে দিল পুরসভা (Kolkata Municipality)
সম্প্রতি পুরসভা (Kolkata Municipality) একটি নির্দেশিকা প্রকাশ করেছেন। যাতে স্পষ্ট বলা আছে যে, দুর্গাপুজোর জন্য ব্যবহৃত পার্ক সর্বোচ্চ ১৪ দিনের মধ্যে জনগণের জন্য খুলে দিতে হবে। পার্কে পুজো আয়োজনের অনুমতি দেওয়ার সময় থেকেই এই শর্ত আরোপ করা হয়েছিল বলে পুরসভার তরফে জানানো হয়। কিন্তু বাস্তবে বহু পার্ক দীর্ঘদিন ধরে দখল অবস্থায় থেকে যাওয়ায় প্রবীণদের হাঁটাহাঁটি থেকে শিশুদের খেলাধুলো সবই ব্যাহত হয়।
কোন কোন পার্কের ক্ষেত্রে অভিযোগ?
উত্তর কলকাতার জগৎ মুখার্জি পার্ক, কুমারটুলি পার্ক এবং দক্ষিণ কলকাতার দেশপ্রিয় পার্ক, খিদিরপুর ২৫ পল্লী, সন্তোষ মিত্র স্কোয়্যার, প্রতাপাদিত্য রোড ত্রিকোণ পার্কে মণ্ডপের কাঠামো দীর্ঘদিন ধরে পড়ে থাকে বলে অভিযোগ। স্থানীয়রা বারবার ক্ষোভ প্রকাশ করলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তাই এবার পুরসভার (Kolkata Municipality) মেয়র পারিষদ (উদ্যান) দেবাশিস কুমার মৌখিক নির্দেশ জারি করে বলেছেন যে, “পার্ক সাধারণ মানুষের সম্পদ। পুজো করার অনুমতি দেওয়া হচ্ছে, তবে শর্ত মেনে সময়মতো পার্ক ফেরাতে হবে। নিয়ম না মানলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।”
যারা সময়মতো পার্ক খালি করবে না, তাদের বিরুদ্ধে জরিমানা আরোপ করা হবে। প্রয়োজনে পুরসভা (Kolkata Municipality) নিজেই কাঠামো ভেঙে ফেলবে এবং খরচ বহন করতে হবে আয়োজকদের। দেবাশিস কুমার আরও বলেন, “দুর্গাপুজোর পর বিভিন্ন পার্কে কালীপুজোও হয়। দুর্গাপুজোর প্যান্ডেল খোলা না হলে, কালীপুজোর প্রস্তুতিও ধাক্কা খেতে পারে। এই সব বিষয় মাথায় রেখেই দু’সপ্তাহের সময়সীমা বেঁধে দেওয়া হচ্ছে।”
আরও পড়ুনঃ কবে বেরোবে উচ্চমাধ্যমিক প্রথম সেমিস্টারের ফলাফল? জানাল শিক্ষা সংসদ
এই নির্দেশ কার্যকর হলে সবচেয়ে বেশি উপকৃত হবেন প্রবীণ ও শিশুরা। কারণ কলকাতার মতো শহরে দৈনন্দিন জীবনে পার্ক অত্যন্ত প্রয়োজনীয়। শুধু উৎসব নয়, সারা বছরই পার্ক নাগরিকদের মিলনস্থল। স্থানীয়দের মতে, পুরসভার (Kolkata Municipality) এই পদক্ষেপ মানুষকে স্বস্তি দেবে।